স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ২০ জানুয়ারি।। ঊনকোটি জেলায় ১৫ থেকে ১৮ বছর বয়সের ছাত্রছাত্রীদের কোভিড-১৯ টিকাকরণ অভিযানের দ্বিতীয় দিনে আজ সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা কৈলাসহরের ৩টি স্কুল পরিদর্শন করেন। প্রথমে তিনি আরকেআইতে আসেন।
সেখানে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দাসও ছাত্রদের সঙ্গে কথা বলেন। এরপরে সমাজকল্যাণ মন্ত্রী শ্রীমতি চাকমা নেতাজী বিদ্যাপীঠ ও শ্রীরামপুর সূর্যমণিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কোভিড-১৯ টিকাকরণের বিষয়ে খোঁজখবর নেন।
তিনি নেতাজী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক অসিত দত্ত এবং শ্রীরামপুর সূর্যমণিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরিন্দম সরকারের সাথে কথা বলেন ও স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে টিকাকরণের বিষয়ে মতবিনিময় করেন। টিকাকরণের অগ্রগতিতে সমাজকল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমা সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে তার সাথে ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহকারি সভাধিপতি শ্যামল দাস, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবনাথ, ভাইস চেয়ারপার্সন নীতিশ দে, সিএমও ডা. জে ডার্লং, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার প্রমুখ।