অনলাইন ডেস্ক, ২০ জানুয়ারি।। র্যাকেড হ্যান্ডে ফোসকা পড়ে যাওয়া প্রথম সেট থেকেই ভুগছিলেন। টেপ পেঁচিয়ে খেলা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত পেরে উঠলেন না দানকা কোভিনিচের বিপক্ষে। ইউএস ওপেন চ্যাম্পিয়ন এমা রাডুকানুর অস্ট্রেলিয়ান ওপেন যাত্রা থেমে গেল দ্বিতীয় রাউন্ডেই।
মেলবোর্নের মার্গারেট কোর্ট অ্যারেনায় বৃহস্পতিবার রাডুকানুকে ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে হারিয়েছেন মন্টিনেগ্রোর দানকা কোভিনিচ।
সুবাদে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ বত্রিশে জায়গা করে নিলেন ২৭ বছর বয়সী এই খেলোয়াড়।
রাডুকানু প্রথম সেটে একটা সময় ৩-০ তে এগিয়ে ছিলেন। এরপরই হাতের সমস্যায় চিকিৎসা নিতে হয় ১৯ বছর বয়সী এই খেলোয়াড়কে। ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেট জিতলেও শেষ সেটে আর পেরে ওঠেননি তিনি।
টেনিসের ইতিহাসে বাছাইপর্ব পেরিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ইউএস ওপেন জয়ের অনন্য কীর্তি গড়েন রাডুকানু। এরপর অবশ্য কোর্টে ভালো সময় যাচ্ছিল না তার। আক্রান্ত হয়েছিলেন করোনাভাইরাসেও। অস্ট্রেলিয়ান ওপেনেও দারুণ কিছু করা হলো না তার।