অনলাইন ডেস্ক, ২০ জানুয়ারি।। জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) গাম্বিয়ার করা রোহিঙ্গা গণহত্যার মামলায় মিয়ানমারের সামরিক জান্তার তোলা আপত্তির ওপর গণশুনানি শুরু হচ্ছে ২১ ফেব্রুয়ারি। মোট চার দিন হবে শুনানি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার আইসিজে জানিয়েছে, নেদারল্যান্ডসের দ্য হেগের পিস প্যালেসে ২১, ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি এই শুনানির তারিখ রাখা হয়েছে।
আইসিজে’তে ২০১৯ সালে রোহিঙ্গাদের গ্রামে নির্বিচারে গণহত্যার অভিযোগ আনে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।
এ মামলায় আদালতের এখতিয়ার চ্যালেঞ্জ করে মিয়ানমারের জান্তা। মূলত সেই আপত্তির ওপর গণশুনানি হবে।
হেগের পিস প্যালেসে ২০১৯ সালের ১০ থেকে ১২ ডিসেম্বর এ মামলার ওপর প্রাথমিক শুনানি হয়। তাতে গাম্বিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির বিচার বিষয়ক মন্ত্রী আবুবকর তামবাদু। অন্যদিকে মিয়ানমারের পক্ষে শুনানি করেন বর্তমানে সেনা অভ্যুত্থানে বন্দী নোবেলজয়ী নেত্রী অং সান সু চি।
এরপর ২০২০ সালের ২৩ জুলাইয়ের মধ্যে গাম্বিয়াকে তাদের অভিযোগের বিষয়ে আইনি যুক্তি উপস্থাপন করতে বলে আইসিজে। মিয়ানমারকে তাদের নির্দোষিতার পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য ২০২১ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়।
২০১৭ সালে নতুন করে রাখাইনে রোহিঙ্গাদের গ্রামে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান চালায়। এর মধ্য দিয়ে দেশটি ১৯৮৪ সালের আন্তর্জাতিক গণহত্যা কনভেনশন ভঙ্গ করেছে বলে অভিযোগ করা হয়েছে এ মামলায়।
২০১৯ সালের ডিসেম্বরে শুনানির ভিত্তিতে রোহিঙ্গাদের সুরক্ষায় মিয়ানমারকে জরুরি ভিত্তিতে চার দফা অন্তর্বর্তীকালীন পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিল আইসিজে।