Lok Adalat: ২২ জানুয়ারি রাজ্যে বসছে মহা লোক আদালত, ৬৬টি বেঞ্চে ১৯,৪০৫টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে

 

 

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ জানুয়ারি।। আগামী ২২ জানুয়ারি, ২০২২ শনিবার রাজ্যে বসছে মহা লোক আদালত। রাজ্যের সব জেলা ও মহকুমা আদালত চতুরে এই লোক আদালত বসবে। মোট ৬৬টি বেঞ্চে ১৯,৪০৫টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে।

 

এই মহা লোক আদালতে বিচারাধীন মোটর যান দুর্ঘটনার ক্ষতিপূরণ সংক্রান্ত মামলা, ট্রাফিক চালান সংক্রান্ত মামলা, মীমাংসাযোগ্য ফৌজদারি মামলা, ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত প্রাক মামলা বিরোধের বিষয় সমূহ, দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধ, চেক বাউন্সের মামলা এবং অন্যান্য বিভিন্ন ধরনের দেওয়ানি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এই মহা লোক আদালতে ন্যূনতম জরিমানার ৫০ শতাংশ অর্থ জমা দিয়ে ট্রাফিক মামলা নিষ্পত্তির বিশেষ সুযোগ গ্রহণ করা যাবে।

 

তাছাড়াও মহা লোক আদালতে ব্যাঙ্ক ঋণ পরিশোধ সংক্রান্ত ৩,২২৬টি মামলা, এমএসিটি মামলা ২৬৮টি, ট্রাফিক চালান সংক্রান্ত ১০,৮১৮টি মামলা, জমির বিরোধ সংক্রান্ত ৮৪টি মামলা, দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ১,৬১৩টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের ২,৭৫৭টি মামলা, বৈবাহিক বিরোধের ১৪২টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ৪৪০টি মামলা এবং অন্যান্য দেওয়ানি সংক্রান্ত ৫৭টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে।

 

আগামী শনিবার সকাল ১০টা লোক আদালতের কাজ শুরু হবে। আদালত চতুরে করোনা অতিমারীর জন্য রাজ্য সরকারের স্বাস্থ্যবিধির নির্দেশিকাগুলি মানা হবে। আদালতের ভেতর ও বাইরে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

 

লোক আদালতে অংশ নিতে আসা সবার জন্যই মাস্ক পরিধান করা বাধ্যতামূলক। ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সঞ্জয় ভট্টাচার্য দ্রুত ও বিনা আইনি খরচে সবাইকে মামলা নিষ্পত্তির সুবিধা নিতে অনুরোধ জানিয়েছেন।

 

 

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?