স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ২০ জানুয়ারি।।বিলোনীয়া মহকুমার বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজ ১৫-১৮ বছরের ছাত্রছাত্রীদের কোভিড- ১৯ টিকাকরণ কর্মসূচি পরিদর্শন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী সুশান্ত চৌধুরী।
উল্লেখ্য, গতকাল থেকে রাজ্যের সর্বত্র বিশেষ কোভিড-১৯ টিকাকরণ অভিযানে ১৫-১৮ বয়সের ছাত্রছাত্রীদের কোভিড-১৯ টিকাকরণ শুরু হয়েছে।
তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আজ বিলোনীয়া সফরে এসে বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ছাড়াও বিলোনীয়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় ও আর্য কলোনী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কোভিড-১৯ টিকাকরণ অভিযান কর্মসূচি পরিদর্শন করেন ও টিকা গ্রহণে ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন।
পরিদর্শনের সময় তথ্য ও সংস্কৃতিমন্ত্রী বলেন, রাজ্যে ১৫ ১৮ বছরের ছাত্রছাত্রীদের কোভিড টিকাকরণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ২ লক্ষ ১৩ হাজার ছাত্রছাত্রীকে এই অভিযানে কোভিড টিকা দেওয়া হবে। ইতিমধ্যেই ৪২ শতাংশ টিকাকরণ সম্পন্ন হয়েছে।
পরিদর্শনের সময় তথ্য ও সংস্কৃতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বিলোনীয়া পুরপরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, বিলোনীয়া পুর পরিষদের স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী, সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি বিশ্বনাথ দাস, দক্ষিণ ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগদীশ নমঃ, জেলা শিক্ষা আধিকারিক লক্ষ্মণ চন্দ্র দাস প্রমুখ।