অনলাইন ডেস্ক, ২০ জানুয়ারি|| পাঁচ বছর বয়সী সন্তানকে হত্যায় দায়ে তুরস্কের সুপার লিগের সাবেক এক খেলোয়াড়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে দেশটির উত্তর-পশ্চিম প্রদেশ বুর্সার আদালত। অভিযুক্ত ফুটবলারের নাম সেভের তোকতাস।
কভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া নিজের ৫ বছর বয়সী পুত্রকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠে এই টার্কিশ সেন্টার-ব্যাকের বিরুদ্ধে।
যেখানে বন্দী আছেন সেখান থেকে এক ভিডিও লিংকে বুধবার আদালতের শেষ শুনানিতে যোগ দেন তোকতাস।
কিন্তু এই অভিযোগ অস্বীকার করেন তিনি।
৩৫ বছর বয়সী ফুটবলার জানান, তিনি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘সত্য নয়’।
তিনি আরও জানান, সন্তানকে সময় মতো হাসপাতালে না নিয়ে যেতে পারায় অপরাধবোধে ভুগছিলেন তিনি। তার জন্য ‘অপরাধের মূল্য চুকাতে চেয়ে’ এই অভিযোগ মেনে নেন। তার আইনজীবীও যুক্তি দিয়েছিলেন যে, তোকতাসের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই।
তোকতাসকে মাঠে সর্বশেষ দেখা গেছে বুর্সার এক অপেশাদার দলের হয়ে। ২০২০ সালের ২৩ এপ্রিল সন্তানকে হাসপাতালে নিয়ে যান তিনি। কফ ও তীব্র জ্বরে ভুগছিল শিশুটি।
পরে কভিড-১৯ সন্দেহে শিশুটিকে কোয়ারেন্টিনে রাখা হয়।
তদন্তকারীরা জানান, কোয়ারেন্টিন শুরুর ঘণ্টাখানেক পরে তোকতাস হাসপাতালে প্রবেশ করেন এবং মেডিকেল স্টাফদের জানান যে, তার সন্তান নিশ্বাস নিচ্ছে না। শিশুটিকে এরপর ইনটেনসিভ কেয়ারে নিয়ে যাওয়া হয়। ঘণ্টাখানেক পরে সেখানেই মারা যায় শিশুটি।
২০২০ সালের ৪ মে তোকতাস আত্মসমর্পণ করেন পুলিশের কাছে। সন্তানের মৃত্যুর দায় নেন নিজের কাঁধে।