অনলাইন ডেস্ক, ২০ জানুয়ারি।। ভুল থেকে শিক্ষা নিয়েই ক্রিস্তিয়ানো রোনালদোকে ম্যাচে বদলি করেছেন বলে জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রালফ রাংনিক।
ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতে ব্রেন্টফোর্ডের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফেরে ইউনাইটেড। দুই ম্যাচ পর পাওয়া এই জয়েও অবশ্য স্বস্তিতে নেই রাংনিক। রোনালদোকে বদলি করা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
ম্যাচের ৭১ মিনিটে রোনালদোকে তুলে নিয়ে হ্যারি ম্যাগুইয়ারকে নামান রাংনিক। কোচের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি রোনালদো। ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান মাঠেই।
নিতম্বের চোটে দুই ম্যাচ বাইরে ছিলেন রোনালদো। এদিন মাঠে নেমে প্রথমার্ধের পুরোটা সময় ছিলেন ছায়া হয়ে। রোনালদোকে যখন তুলে নেন রাংনিক, তখন ম্যাচে ২-০ তে এগিয়ে ইউনাইটেড।
আগের ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ তে এগিয়ে থাকার পরও পয়েন্ট হারায় ইউনাইটেড। সেই ম্যাচের প্রসঙ্গ টেনে রোনালদোকে বদলি করা নিয়ে রাংনিক বলেন, ‘আমি (রোনালদোকে) বলেছি, আমরা ২-০ তে এগিয়ে এবং ভিলা পার্ক (অ্যাস্টন ভিলা ম্যাচ) থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ওই ম্যাচ শেষে আমি নিজের ওপর ক্ষুব্ধ ছিলাম, ডিফেন্সে পরিবর্তন না আনায়। ’
রাংনিক আরো বলেন, ‘আজও একই রকম পরিস্থিতি ছিল। আমি একই ভুল করতে চাইনি। আমি বলেছি, রোনালদো, শুন। তুমি এখন ৩৬-এ এবং দারুণ ছন্দে আছ। কিন্তু যখন তুমি প্রধান কোচ হবে, তখন একজন প্রধান কোচের চোখে এটি দেখতে পাবে। ’
তবে রোনালদোর প্রতিক্রিয়াকে স্বাভাবিক হিসেবেই দেখছেন রাংনিক।