অনলাইন ডেস্ক, ২০ জানুয়ারি|| বার্সেলোনার কোচ জাভি ফরাসি ফরোয়ার্ড উসমানে দেম্বেলেকে জানিয়েছেন, ক্লাবের সঙ্গে হয় নতুন চুক্তি করো, নয়তো ক্লাব ছাড়ো। কাতালান জায়ান্টরা এই ২৪ বছর বয়সী তারকাকে হুমকি দিয়ে রেখেছে, চুক্তি নবায়ন না করলে মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত তাকে মাঠে নামাবে না।
বার্সার সঙ্গে দেম্বেলের চুক্তি শেষ হবে আগামী জুনে। তার পাঁচ মাস আগে জাভি চুক্তি নবায়ন করতে বললেন ২৪ বছর বয়সী এই তারকাকে।
ক্যাম্প ন্যুর কোচ জানান, ‘আমরা আর অপেক্ষা করতে পারব না। ’
জাভি জানান, ‘হয় সে (দেম্বেলে) চুক্তি নবায়ন করুক, নয়তো ক্লাব ছেড়ে চলে যেতে হবে। এর অন্য কোনো সম্ভাবনা নেই। আমরা একটা জটিল সমস্যার মধ্যে রয়েছি এবং উসমানের ব্যাপারে আমাদের বক্তব্য স্পষ্ট। ’
২০১৭ সালে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে বার্সেলোনায় যোগ দেন দেম্বেলে। এই চুক্তির প্রাথমিক মূল্য ছিল ৯৬.৮ মিলিয়ন পাউন্ড। পরে তা বেড়ে দাঁড়ায় প্রায় ১৩৫.৫ মিলিয়ন পাউন্ড। যদিও ক্যাম্প ন্যুয়ে আসার পর চোটের কারণে এই ২৪ বছর বয়সী তারকাকে বেশির ভাগ সময় কাটাতে হয়েছে মাঠের বাইরে।
এদিকে গুঞ্জন চলছে, সম্ভাব্য ঠিকানা হিসেবে দেম্বেলে ম্যানচেস্টার ইউনাইটেড, নিউক্যাসল বা লিভারপুলে যেতে পারেন।
তবে নভেম্বরে জাভি কোচ হিসেবে বার্সার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় নিয়মিত মাঠে দেখা গেছে ফরাসি ফরোয়ার্ডক।
বার্সার সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে দেম্বেলেকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে জাভি বলেন, ‘সে থাকতে চায়। কিন্তু এখনো রাজি হয়নি। ক্লাব হিসেবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে, সে চুক্তি নবায়ন করবে নাকি চলে যাবে। ’
‘এটা লজ্জার। আমি কোচ হিসেবে আসার পর থেকে সম্ভাব্য প্রতিটি মিনিট সে খেলেছে। ’, যোগ করেন জাভি।