অনলাইন ডেস্ক, ২০ জানুয়ারি।। কয়েক দিন আগে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন তামিল অভিনেতা ধানুষ ও পরিচালক ঐশ্বরিয়া। এ নিয়ে কোটি কোটি ভক্তের পাশাপাশি মন ভেঙেছে ঐশ্বরিয়ার বাবা তামিল সুপারস্টার রজনীকান্তের।
‘থালাইভা’ নাকি জামাতার সঙ্গে দেখা করে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু ধানুষ রাজি হননি।
১৭ জানুয়ারি রাতে ধানুষ ও ঐশ্বরিয়া সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘১৮ বছরের একসঙ্গে থাকা। বন্ধু, দম্পতি ও অভিভাবক হিসেবে। একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে। এই যাত্রা কেবলই একে অপরের সঙ্গ দেওয়ার, বোঝার, বেড়ে ওঠার। একে অপরের জন্য নিজেদের মধ্যে ছোট ছোট বদল ঘটানো এবং তারই সঙ্গে মিলেমিশে যাওয়ার দিন ছিল। আজ এই মুহূর্তে আমরা দুজনে এমন জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের পথ আলাদা হয়ে গিয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, দম্পতি হিসেবে আলাদা পথে হাঁটব। স্বতন্ত্রভাবে নিজেদের চেনার জন্য সময় নেব। ’
তবে সংবাদমাধ্যমের খবর, সাবেক দম্পতির নাকি আইনি বিচ্ছেদের পথে হাঁটবেন না।
তারা আইনের চোখে দম্পতিই থাকতে চান। এক ছাদের তলায় না থেকেও নিজেদের সন্তান যাত্রা রাজা (১৬) ও লিঙ্গা রাজার (১২) অভিভাবকত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন।
এরই মাঝে আচমকা ধানুষের বাবা তামিল পরিচালক কস্তুরী রাজা জানিয়েছেন, ধানুষ ও ঐশ্বরিয়ার নাকি বিবাহ বিচ্ছেদ হচ্ছে না। পরিবারের মধ্যে বিবাদ বেঁধেছে কেবল।
এ দিকে রজনীকান্তও নাকি জামাতার সঙ্গে দেখা করে বিবাদ মেটাতে চেয়েছিলেন। কিন্তু শ্বশুরের সঙ্গে সাক্ষাৎ বারবার এড়িয়ে গিয়েছেন ‘আতরঙ্গি রে’ তারকা। কারণ, তিনি রজনীকান্তকে অপমান করতে চান না।
বোঝাই যাচ্ছে, এই বিচ্ছেদের সিদ্ধান্তে দুই পরিবারের বয়োজ্যেষ্ঠদের অমত রয়েছে।