অনলাইন ডেস্ক, ২০ জানুয়ারি।। গত মাসে হলিউড অভিনেত্রী সামান্থা লকউড-এর সঙ্গে আড্ডায় বসেছিলেন হৃতিক রোশন। তাদের সাক্ষাতের পরপরই সেই মুহূর্তের বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে আপলোড করেছিলেন সামান্থা। ‘শুট দ্য হিরো’, ‘হাওয়াই ফাইভ-০’ ছবির জন্য বেশ জনপ্রিয় এই হলিউড অভিনেত্রী সম্প্রতি ইন্ডিয়া টুডে-কে দেওয়া নতুন এক সাক্ষাৎকারে হৃতিকের বিষয়ে জানান, তিনি বেশ সুন্দর দেখতে।
হলিউড-সুন্দরীর কথায়, ‘এককথায় হৃতিকের সঙ্গে আমার মোলাকাতের অভিজ্ঞতা দারুণ। খুব ভালো মানুষ। হাওয়াই জায়গাটা নিয়েও বেশ কিছু আলোচনা হয়েছিল আমাদের। সিনেমা ও বিনোদন জগৎ নিয়েও গল্প-আড্ডা হয়েছিল আমাদের। আর হ্যাঁ, হৃতিক কিন্তু দেখতে বড্ড সুন্দর’।
হৃতিকের কোন ব্যাপারটা সবথেকে ভালো লেগেছে সামান্থার? অভিনেত্রীর জবাব, ‘নিজেকে যেভাবে ফিট রেখেছে সে তা দেখার মতো। তার উপর এত মিষ্টি। হৃতিকের আরও একটি ব্যাপার লক্ষ্য করেছি সেদিন। সে বড্ড পরিবারকেন্দ্রিক। নিজের দুই সন্তান নিয়ে সেদিন অনেক কথা আমাকে বলেছে’।
বক্তব্যের শেষে সামান্থার আরও সংযোজন, ‘হৃতিকের সঙ্গে আলাপ হয়ে টের পেয়েছি ভীষণ পরিশ্রম করতে পারে সে। সবসময় কোনও না কোনওভাবে সিনেমার কিছুর সঙ্গে নিজেকে জড়িয়ে রাখে। মানে কুঁড়েমি করে কাটায় না। এটা কিন্তু তার বিরাট গুণ’।
ইনস্টাগ্রামে সামান্থার সঙ্গে হৃতিকের বেশ কয়েকটি ছবি আপলোড হতেই তা নজর কেড়েছিল নেটপাড়ার বাসিন্দাদের। সেই ছবিতে দেখা গিয়েছিল সাদা টিশার্ট এবং ধূসর রঙের জগার্সে একেবারে কুল অ্যান্ড ক্যাজুয়াল অবতারে হাজির হয়েছেন হৃতিক।
অন্যদিকে প্রিন্টেড পঞ্চো এবং কালো ট্রাউজার্সে বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছিল সামান্থাকে। পোস্টের ক্যাপশনে হৃতিকের ব্যাপারে সামান্থা লিখেছিলেন, ‘ফিল্মি পরিবার থেকে আসা এই তারকা-অভিনেতার সঙ্গে আলাপ করে দারুণ লাগল’।
পোস্ট করা তিনটি ছবির একটিতে দেখা যাচ্ছে ক্যামেরার, মুখোমুখি হয়ে পরস্পরকে জড়িয়ে হাসিমুখে পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছেন দুই তারকা। দ্বিতীয় ছবিতে মজাদার ভঙ্গিতে নিজের পেশী দেখাতে ব্যস্ত হলিউড নায়িকা। এবং তৃতীয় ছবি তোলার সময় দেখা গেল ক্যামেরার দিকে কারওরই তেমন মন নেই। দুজনেই মগ্ন রয়েছেন গভীর কোনও আলোচনায়।
তবে সম্প্রতি সালমান খানের নতুন প্রেমিকার তকমা পেয়েছেন সামান্থা লকডউ। ‘দ্য হিরো’, এবং ‘হাওয়াই ফাইভ ও ফেম’ খ্যাত সামান্থার সঙ্গে ভাইজানের ঘনিষ্ঠতার খবর নিয়ে এখন জোর আলোচনা চলছে। গত ২৬ ডিসেন্বর রাতে সালমানের পানভেল ফার্ম হাউজে হাজির ছিলেন সামান্থা, সেখানেই উদযাপন হয়েছেন সালমানের জন্মদিন।
যদিও সালমানের সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা নিয়ে সামান্থা জানিয়েছেন, ‘আমার মনে হয় মানুষজন একটু বেশি আগবাড়িয়ে ভাবেন। আমি সালমানের সঙ্গে দেখা করেছি। উনি খুব ভালো মানুষ। কোথা থেকে মানুষের মনে এই ভাবনা এল আমি জানি না। আমি তো হৃতিকের সঙ্গে দেখা করেছি, কই সেটা নিয়ে তো কেউ কিছু বলছে না। বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে বলে আমার মনে হয়’।