অনলাইন ডেস্ক, ১৯ জানুয়ারি|| দল জিতলেও ম্যাচ চলাকালীন এক বড় ধাক্কায় খেলেন মাউরিজিও সারি। আর তাতেই ভূ-পাতিত ইতালিয়ান কোচ। মাটিতে পড়ে উল্টেও গেলেন।
কোপা ইতালিয়ার শেষ ষোলোয় ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকোতে উদিনেসকে আতিথেয়তা দিয়েছিল লাৎসিও।
সেই ম্যাচে শিষ্যদের নির্দেশনা দিতে মাঠের বেশ কাছাকাছি চলে এসেছিলেন স্বাগতিকদের কোচ সারি।
এমন সময় ঘটে ‘দুর্ঘটনা’। বল দখলের সময় লাৎসিও ডিফেন্ডার ম্যানুয়েল লাজ্জারি ধাক্কা দিয়ে বসেন ইগনাসিও পুসেত্তোকে। উদিনেস উইঙ্গার তাল সামলাতে না পেরে পড়েন ডাগআউটে দাঁড়ানো সারির গায়ে। কাঁধে কাঁধে ধাক্কা খেয়ে দুজনে পতিত হন মাটিতে।
স্লো মোশনে দেখা যায়, ৬৩ বছর বয়সী কোচ এই সময় মুখে হাত দেন ব্যথায়। দুজনে পরে নিজের পায়ে উঠে দাঁড়ান। তবে চেলসির সাবেক কোচ চোট পেয়েছেন কিনা তা ঘটনাস্থলে না জানা সম্ভব হয়নি। অবশ্য সারির জন্য সান্ত্বনার যে, অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে জয় পেয়েছে তার দল।
১০৬তম মিনিটে লাৎসিওর জয়সূচক গোলটি করেন সিরো ইমোবিলে।