অনলাইন ডেস্ক, ১৯ জানুয়ারি।। তুরস্কের একটি আদালত জার্মান সাংবাদিক মেসেলে তোলুকে সোমবার সন্ত্রাসবাদের অভিযোগ থেকে খালাস দিয়েছে।
তোলু টুইটারে জানান, প্রায় পাঁচ বছর ধরে চলা একটি মামলায় তাকে আটকের সময় আঙ্কারা ও বার্লিনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।
২০১৬ সালের জুলাইয়ে অভ্যুত্থান প্রচেষ্টার পর একটি আইনি অভিযানের অংশ হিসেবে ২০১৭ সালের এপ্রিলে তোলুকে আটক করা হয়। মুক্তি পাওয়ার আগে তিনি সাড়ে চার বছরের বেশি সময় কারাগারে বন্দী ছিলেন।
তার বিরুদ্ধে সন্ত্রাসী প্রচারণা ও সন্ত্রাসী সংগঠনের সদস্যপদ নেওয়ার অভিযোগ আনা হয়।
তোলু টুইটে বলেন, চার বছর, আট মাস ও ২০ দিন পর উভয় অভিযোগেই খালাস!
আরও লেখেন, প্রথমত রাজ্যের আইন অনুয়ায়ী, এই ধরনের মামলা হতে পারে না এবং এই রায় দমন ও কারাগারে থাকার কষ্টকর সময়ের মূল্য পরিশোধ করতে পারে না।
তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের পর প্রায় ৫০ হাজার গ্রেপ্তার এবং শিক্ষক, বিচারক ও সৈন্যসহ আরও দেড় লাখ মানুষকে বরখাস্ত করার নিন্দা করেছে জার্মানি। তারপর নেটোভুক্ত দুই সদস্য দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়।