অনলাইন ডেস্ক, ১৯ জানুয়ারি।। জালিকাট্টু দেখতে এসে ষাঁড়ের গুতোয় তামিলনাড়ুতে মৃত্যু হল এক ব্যক্তির। আহ ত হয়েছেন কমপক্ষে ৪৫ জন। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
করোনা আবহে বিগত দুবছর বন্ধ ছিল এই জালিকাট্টু খেলা।গত দুবছর বন্ধ থাকার পর ফের চালু হওয়ার ফলে সমস্ত বিধিনিষেধ উড়িয়ে ভিড় জমেছিল এই ষাঁড়ের লড়াই দেখতে।
ত্রিচির নাবালুর কুটাপাট্টু লাগামছাড়া ভিড় জমেছিল এই লড়াই দেখতে। বছর ২৪ এর বিনোথ কুমার খেলা দেখতে এসে গুরুতর আহত হন ষাঁড়ের গুতোয়। এরপর হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাচানোসম্ভব হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে।
জাল্লিকাট্টু তামিলনাড়ুর ঐতিহ্যবাহী উৎসব। প্রতিবার পোঙ্গলের সময় এই উৎসব হয়ে থাকে।জাল্লি অর্থাৎ মুদ্রা। আর কাট্টু অর্থাৎ উপহার। এই দুই শব্দের সমন্নয়েই তৈরি জাল্লিকাট্টু। বিশালদেহী ষাঁড়কে সযত্নে লালন পালন করা হয়। তারপর তার মাথার সিংয়ে জড়িয়ে দেওয়া হয় বহুমূল্য উপহার।
এরপর তার সিংধরে বশ মানাতে হয় । যিনি ওই উন্মত্ত ষাঁড়কে বশ মানাতে পারেন তিনিই ওই উপহার পেয়ে থাকেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে যায় মৃত্যুর মত মর্মান্তিক ঘটনা।
বহুবার এই জালিকাট্টু নিষিদ্ধ করার কথা বলা হলেও তা কার্যকরী করা হয়নি। আক্ষরিক অর্থেই এটি একটি পরম্পার চেহারা নিয়েছে।