অনলাইন ডেস্ক, ১৯ জানুয়ারি।। করোনার একের পর এক ঢেউয়ে দেশের অর্থনীতি কার্যত তলানিতে এসে ঠেকেছিল। পরিস্থিতি সামলে বিভিন্ন কর্মক্ষেত্র সচল হলেও এখনও হাল ফেরেনি পর্যটন ব্যবসার।
সংক্রমণের কারণে গত দুবছর ধরে পর্যটন ব্যবসায় মন্দার বাজার। এদিকে, কেন্দ্রীয় বাজেট অধিবেশন আসন্ন। এই পরিস্থিতিতে কোনও সুরাহা হয় কিনা সেই আশাতেই বুক বাঁধছেন পর্যটন ব্যবসায়ীরা।
গত দু বছর ধরে বন্ধ পর্যটন কেন্দ্রগুলি। বিভিন্ন রাজ্যের সরকার কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিলেও আগের মত আর রোজগার হয়না পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের। এই ব্যবসায় জড়িত থাকেন গাইড, হোটেলে মালিক-কর্মচারী ও আরও অনেকেই।
নতুন বছর পড়তেই করোনার তৃতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা দেশ। সংক্রমণ নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বহু পর্যটন ব্যবসায়ী এই সময়ে কার্যত রোজগারহীন।
আগামী ৩১ জানুয়ারি থেকে সংসদে বাজেট অধিবেশন শুরু হবে। ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে। পর্যটন ব্যবসায়ীদের আশা, নতুন বাজেটে কেন্দ্রীয় সরকার এদিকটা মাথায় রাখবেন।
হোটেল ব্যবসায়ীদের দাবি, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ঋণ পরিশোধের সময়সীমা অন্তত ১ বছরের জন্য স্থগিত রাখা হোক। পাশাপাশি, করোনার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঢেউয়ে বিপর্যস্ত হোটেল গুলির জন্য ৬০ হাজার কোটি টাকা ঋণের অনুমোদন দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।