অনলাইন ডেস্ক, ১৮ জানুয়ারি।। এখনই ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের দেওয়া হচ্ছে না করোনার টিকা। সরকারী সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। শোনা যাচ্ছে, ১২-১৪ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে এখনো অবধি কোনো সিদ্ধান্ত হয়নি।
সোমবার কেন্দ্রের কোভিড-১৯ ওয়ার্কিং গ্রুপ অব ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অব ইমিউনাইজেশন-এর চেয়ারম্যান ডা এন কে অরোরা পাবলিক হেলথ বিশেষজ্ঞ ডা অরোরা জানিয়েছেন আগামী মার্চ মাস থেকে ১২-১৪ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া শুরু করবে কেন্দ্র। ১৫-১৮ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া শেষ হলেই ১২-১৪ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া শুরু করা হবে।
জানা গিয়েছে, ৩ জানুয়ারি ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ অভিযানের শুরু থেকে ৩.৫ কোটিরও বেশি কিশোর-কিশোরীকে কোভাক্সিনের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, ভারতে এই এখনও অবধি ৭.৪ কোটি কিশোর-কিশোরী রয়েছে যাদের ভ্যাকসিন শট দেওয়া হবে।
এর পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সতর্কতামূলক কোভিড-১৯ ভ্যাকসিন ডোজের সুবিধাভোগীদের জন্য নতুন নিবন্ধনের কোন প্রয়োজনীয়তা নেই।