অনলাইন ডেস্ক, ১৮ জানুয়ারি।। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার পর এবার বাতিল করা তামিলনাড়ুর ট্যাবলো। এই ঘটনায় অত্যন্ত ক্ষুদ্ধ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মত তামিলনাড়ুর ট্যাবলো সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে স্থান না পাওয়ায় মোদিকে চিঠি দিলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন তিনি।
স্ট্যালিন জানান, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে আমি অনুরোধ করেছি, যাতে করে উনি বিষয়টিতে দ্রুত হস্তক্ষেপ করে তামিলনাড়ুর ট্যাবলোকে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে স্থান করে দেন। এভাবে রাজ্যের ট্যাবলো বাতিল হওয়ায় তামিলনাডুবাসী গভীর ভাবে মর্মাহত হয়েছে।”
উল্লেখ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবস উপলক্ষে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে দিল্লিতে বাংলার ট্যাবলোর থিম ছিল নেতাজি ও আজাদ হিন্দ বাহিনী।কিন্তু বাদ দেওয়া হয় এই ট্যাবলো।
উল্লেখ্য স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হতে চলেছে এবছর। সেই বিষয়টি মাথায় রেখে এবছর প্রজাতন্ত্র দিবস উদযাপনে বিশেষ পরিকল্পনা কেন্দ্রের। এ বছর কেন্দ্র আয়োজিত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের থিম ‘আজাদি কা অমৃত মহোৎসব’।
কিন্তু এই ভাবে একের পর এক অবিজেপি রাজ্যের ট্যাবলো বাদ যাওয়ায় শুরু হয়েছে জোর রাজনৈতিক তর্জা।।