অনলাইন ডেস্ক, ১৮ জানুয়ারি।। সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে স্প্যানিশ সুপার কাপ থেকে বিদায় নিতে হয় বার্সেলোনাকে। তবে ফাইনালে যখন অ্যাথলেতিক বিলবাওকে হারিয়ে শিরোপা জিতে নিল রিয়াল, তখন লস ব্লাঙ্কোসদের অভিনন্দন জানিয়ে নজির স্থাপন করল বার্সা।
সৌদি আরবের রিয়াদে রবিবার অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বিলবাওকে ২-০ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতে নেয় রিয়াল। সেমিফাইনালে যাদের বিপক্ষে দারুণ এক লড়াই উপহার দেয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।
তবে রিয়াল চ্যাম্পিয়ন হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে রিয়ালের উদ্দেশ্যে অভিনন্দন বার্তা পোস্ট করে বার্সা। লিখে, ‘সুপারকোপার শিরোপা জেতার জন্য অভিনন্দন রিয়াল মাদ্রিদ। ’
রিয়ালকে অভিনন্দন জানিয়েছে রিয়াল বেতিস ও কাদিজও।