অনলাইন ডেস্ক, ১৮ জানুয়ারি।। দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারের পরেই সতীর্থদের কাছে এসে– তিনি আর টেস্ট দলের অধিনায়ক থাকবেন না বলে জানিয়ে দেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ক্যাপ্টেনের এমন সিদ্ধান্ত এখনও মেনে নিতে পারছেন না দলের স্পিডস্টার মুহাম্মদ সিরাজ। তিনি জানিয়ে দিলেন– কোহলি আজীবনই তাঁর ক্যাপ্টেন থাকবেন।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় কোহলির সঙ্গে জাতীয় দল ও আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে একসঙ্গে খেলার কয়েকটি ছবি পোস্ট করেছেন সিরাজ।
সঙ্গে এক আবেগঘন বার্তা দিয়ে তিনি লিখেছেন– ‘কোহলি তুমি আমার সুপারহিরো। যে সমর্থন আর উৎসাহ আমি তোমার থেকে পেয়েছি তার জন্য কোনও ধন্যবাদই যথেষ্ট নয়। এতগুলি বছর ধরে আমাকে বিশ্বাস ও আমার উপরে ভরসা রাখার জন্য অনেক ধন্যবাদ। আমার ভালো ও মন্দ দুটিই তুমি দেখেছ। আজীবন আমার ক্যাপ্টেন কিং কোহলিই থাকবে।’
২৭ বছরের পেসারের মনে কোহলির জন্য রয়েছে অসীম শ্রদ্ধা ও ভালোবাসা। সকলেই জানেন যে– সিরাজ জাতীয় দলে কোহলির ক্যাপ্টেন্সিতেই সাদা বলের ক্রিকেটে অভিষেক করেন। পাশাপাশি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেও কোহলির অধিনায়কত্বেই খেলেই থাকেন এই পেসার।
এদিকে বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি খেলতে নামছে টিম ইন্ডিয়া। কোভিডে আক্রান্ত হওয়ায় তিন ম্যাচের এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। তাঁর জায়গা দলে এসেছেন জয়ন্ত যাদব।
জাতীয় নির্বাচক কমিটি সিরাজের ব্যাক-আপ হিসেবে দলে নিয়েছে নভদীপ সাইনিকে। প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন সিরাজ। তবে এখন তিনি পুরোপুরি ফিট এবং বুধবার সম্ভবত প্রথম একাদশে থাকছেন।