অনলাইন ডেস্ক, ১৮ জানুয়ারি।। গত শনিবার সবাইকে অবাক করে টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়েন বিরাট কোহলি। তার একদিন আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ হারে ভারত। কোহলির মতো সফল অধিনায়ক এভাবে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব ছাড়ায় অনেকে অবাক হলেও, তার দায়িত্ব থেকে সরে যাওয়ার পিছনে অন্য কিছু দেখছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকরও সঞ্জয় মাঞ্জরেকার। তাদের দু’জনের মতে, বিসিসিআইয়ের দ্বারা বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই টেস্টের অধিনায়কত্ব থেকে সরে গিয়েছেন কোহলি।
অনেকের মতে, ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা কোহলিকে না জানিয়ে তাকে ওয়ানডে ক্রিকেটের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ায় তিনি মনে প্রাণে ভেঙে পড়েছেন। আর সেই অভিমান থেকে তিনি টেস্ট ক্রিকেটের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ান। যদিও গাভাসকর এ ব্যাপারে বলেন, ‘সত্যি বলতে, আমি অন্তত এতে অবাক নই। অধিনায়ক হিসেবে আমি নিজে উপলব্ধি করেছি, বিদেশে সিরিজ হারলে বোর্ড খুব ভালোভাবে নেয় না। সেখানে অধিনায়ককে ছেঁটে ফেলার আশঙ্কা থাকেই। এটা আগেও হয়েছে এবং আমি নিশ্চিত এবারও তেমন কিছু হতে পারতো। কারণ এই সিরিজে ভারতের জেতার সুযোগ ছিল।’
সানি আরও বলেন, ‘ কোহলিকে যেহেতু বোর্ড ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছে, তাতে বিদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের পর এমন কিছু ঘটতেই পারতো। ব্যক্তিগতভাবে আপনি যতই সফল হন, দলগত খেলায় ব্যর্থ হলে অধিনায়কের ঘাড়ে দায় বর্তায়। সেটা মাথায় রেখে কোহলি দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।’ একই সুরে সঞ্জয় মাঞ্জরেকার বলেন, ‘ খুব কম সময়ের মধ্যে একের পর এক সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। সীমিত ওভার ক্রিকেটের পাশাপাশি আইপিএলের অধিনায়কত্বও ছেড়ে দিয়েছে কোহলি।আমার মনে হয়, সে অধিনায়ক হিসেবে নিজেকে বরখাস্ত হওয়ার হাত থেকে বাঁচাতে নিজে থেকে সরে গিয়েছে।’