স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ জানুয়ারি।। ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, রাজন্য শাসন থেকে ভারত ইউনিয়নে ত্রিপুরার যোগদান এবং পরবর্তী সময়ে পূর্ণরাজ্যের স্বীকৃতি এই রাজ্যের ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায়।
মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর জনকল্যাণমুখী বিভিন্ন পদক্ষেপ রূপায়নের ফলে উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলির সামগ্রিক উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।
উত্তরপূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নের ফলেই কৃষি ও শিল্পের বিকাশ ঘটছে, যা দীর্ঘ সময় উপেক্ষিত ছিল। পূর্ণরাজ্য দিবসে আমাদের অঙ্গীকার হোক, রাজ্যের নিজস্ব প্রাকৃতিক ও মেধা সম্পদকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল উন্নততর রাজ্য হিসাবে গড়ে তোলা।
জনকল্যাণে সকলকে সাথে নিয়ে শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে যাবার লক্ষ্যে রাজ্য সরকার যে দিশায় কাজ করে চলেছে যথাযথভাবে তাকে কার্যকর করার দায়িত্ব প্রতিটি রাজ্যবাসীর।আমি রাজ্যের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি সকল রাজ্যবাসীর সুখ স্বাচ্ছন্দ্য ও সুস্থতা কামনা করছি।