অনলাইন ডেস্ক, ১৮ জানুয়ারি।। সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি অখিলেশ যাদব বলেছেন, উত্তরপ্রদেশে ভোটের আগে গুজরাত সহ বাইরের রাজ্য থেকে কর্মীদের নিয়ে এসে ইউপিতে গুজব ও বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি। এছাড়াও নতুন ষড়যন্ত্রের ছক কষছে গেরুয়া শিবির অভিযোগ করে নির্বাচন কমিশনে নালিশ জানানোর হুঁশিয়ারি দিয়েছেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। এই ধরনের লোকদের গুজরাতে ফেরত পাঠানো উচিত। এটা না হলে নির্বাচন সুষ্ঠু হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য যে, রবিবার সমাজবাদী পার্টিতে যোগ দেন বিজেপি বিধায়ক দারা সিং চৌহ্বান এবং বিজেপি শরিক আপনাদলের বিধায়ক আরকে বর্মা। একে একে দলে ভারী হচ্ছে সমাজবাদী পার্টি। সেই যোগদান কর্মসূচিতেই প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে বাইরে থেকে কর্মী নিয়ে আসার অভিযোগ করেছেন অখিলেশ যাদব এবং সমাজবাদী পার্টির বিধায়করা। দলের প্রতি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেই সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন দারা সিং চৌহ্বান।
তিনি অভিযোগ করেছেন বিজেপি সবকা সাথ সবকা বিকাশ নামে স্লোগান দেন ঠিকই কিন্তু বাস্তবের চিত্রটা অন্য । অখিলেশ যাদব এদিন বলেন, “কে না জানে গুজরাতের মানুষ ইতিমধ্যেই ইউপিতে এসেছে? আমার কোনো কর্মী অন্য রাজ্য থেকে আসেনি। আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করব যারাই অন্য রাজ্য থেকে এসেছেন, তাদের ফেরত পাঠানো হোক।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “গুজরাট রাজ্যের মানুষকে কোথায় কোথায় দেখা গেছে আমি আমার সাংবাদিক সহকর্মীদের একটি তালিকা দিতে বলব।” অন্যদিকে ভোটের দিন ঘোষণা হতেই উত্তর প্রদেশে বিজেপিতে ভাঙন শুরু হয়েছে। তাতে চাপ বেড়েছে যোগীর। হঠাৎ করে একের পর এক বিধায়কের বিদ্রোহের জেরে বিজেপির অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করেছে। নড়েচড়ে বসেছে দিল্লির অফিসও।
ভোট যত এগিয়ে আসছে উত্তর প্রদেশের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। গতকাল প্রকাশ্যেই সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাবেন। কারণ বিজেপি গুজরাত সহ অন্যান্য রাজ্য থেকে উত্তর প্রদেশে কর্মীদের নিয়ে আসছে।
ভোটের আগে অশান্তি ছড়ানোর ছক কষছে বিজেপি। এটা কোনও ভাবেই তাঁরা মেনে নেবেন না। শান্তি আবহে যাতে উত্তর প্রদেশে ভোট হয় সেকারণে আগে থেকেই কমিশনে অভিযোগ জানিয়ে আসবেন বলে জানিয়েছেন তিনি।