অনলাইন ডেস্ক, ১৮ জানুয়ারি।। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল কেরল । কোঝিকোড়ে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে সকাল ১১টার দিকে। এই ঘটনায় ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে কোঝিকোড়ের থামারাসেরি এলাকায়।
শেষ পাওয়া খবর অনুযায়ী, দ্রুত গতিতে চলছে উদ্ধারকার্য। আহত ব্যক্তিদের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত পাঁচজনকে কোঝিকোড় মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। কংক্রিটের নীচে ভেঙে পড়া আরও লোক আটকা পড়েছে কিনা তা পরীক্ষা করার জন্য উদ্ধারকাজ এখনও চলছে। যদিও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। সূত্র মারফত খবর, আহত শ্রমিকদের বেশিরভাগই অন্য রাজ্যের। থামারাসেরি ডিওয়াইএসপি এবং ফায়ার অ্যান্ড সার্ভিসেস ব্রিগেডের নেতৃত্বে এলাকায় উদ্ধার কাজ চলছে। ধ্বংসাবশেষের মধ্যে আর কোনও লোক আটকা পড়েছে তা এখনও জানা যায়নি। এর আগে, অভিযোগ ছিল যে ভবনটি অনুমোদিত জমিতে নির্মাণ করা হচ্ছে নিয়ম অমান্য করে।
প্রসঙ্গত, নলেজ সিটিতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং জনপদ সহ একটি ব্যাপক প্রকল্প রয়েছে। এর আগে কেরলের পোট্টামালের কাছে একটি নির্মীয়মাণ ভবনের কংক্রিটের স্ল্যাব ভেঙে তামিলনাড়ুর দুই শ্রমিক মারা যান এবং আরও তিনজন আহত হন।