অনলাইন ডেস্ক, ১৭ জানুয়ারি|| রজার ফেদেরার নেই। ‘বিতর্কিত’ ভিসা বাতিলের কারণে মেলবোর্ন ছাড়তে হচ্ছে নোভাক জকোভিচকে। এই দুই টেনিস তারকা না থাকায় রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যামের বড় সুযোগ রাফায়েল নাদালের সামনে।
সেই লক্ষ্যে অস্ট্রেলিয়ান ওপেনের শুরুটাও দুর্দান্ত করেছে স্প্যানিশ টেনিস তারকা।
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন নাদাল। ষষ্ঠ বাছাই ৩৫ বছর বয়সী এই তারকা ৬-১, ৬-৪ ও ৬-২ গেমে হারিয়েছেন আমেরিকার মার্কোস জিরোনকে।
মেলবোর্ন চ্যাম্পিয়নদের মধ্যে কেবল অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন নাদাল। এবার জিতলে ফেদেরার-জকোভিচকে ছাড়িয়ে যাবেন তিনি। তিন তারকারই ঝুড়িতে রয়েছে ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম।
নাদাল তার ক্যারিয়ারের একমাত্র অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন ২০০৯ সালে। চোট কাটিয়ে পাঁচ মাস পর গ্র্যান্ড স্ল্যাম টেনিসে ফিরেছেন এই স্প্যানিয়ার্ড।
নারী এককে জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করেছেন জাপানি কন্যা নাওমি ওসাকা। মেলবোর্নে কলম্বিয়ার কামিলা ওসোরিওকে ৬-৩ ও ৬-৩ গেমে হারিয়েছেন ২০১৯ ও ২০২১ সালের চ্যাম্পিয়ন।
নারী এককের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন অ্যাশলে বার্টিও। শীর্ষ বাছাই এই অস্ট্রেলিয়ান লেসিয়া সুরেঙ্কোকে হারিয়েছেন ৬-০ ও ৬-১ গেমে।