অনলাইন ডেস্ক, ১৭ জানুয়ারি|| ফ্রান্সের জীবন উপভোগ করছেন না লিওনের মেসির স্ত্রী’, যার কারণে ফের বার্সেলোনায় ফিরতে পারেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। স্প্যানিশ ভাষার সংবাদমাধ্যম ‘এল ন্যাসিওনাল’র বরাতে এমন এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে দ্য সান।
বার্সার আর্থিক সংকটের মধ্যে গত গ্রীষ্মে পুরো ফুটবল বিশ্বকে হতবাক করে দিয়ে ক্যাম্প ন্যু ছাড়েন মেসি। যোগ দেন পিএসজিতে।
অবশ্য ফ্রান্সে গিয়ে ৩৪ বছর বয়সী তারকার খাপ খাওয়াতে বেশ সময় লেগে যায়। কিন্তু তার পরিবারকে টানছে না প্যারিস। যার কারণে মেসিকে তার পরিবার নাকি বার্সায় ফিরে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। প্রকাশিত ওই প্রতিবেদনে এমনটায় জানানো হয়।
মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো নাকি কাতালোনিয়ায় ফেরার ব্যাপারে মেসিকে ক্রমাগত বুঝিয়েই যাচ্ছেন। বিশেষ করে প্যারিসের আবহাওয়া এবং তাদের সন্তানদের ফেলে আসা বন্ধুদের কারণেই রোকুজ্জো ফিরতে চান কাতালোনিয়ায়।
এদিকে গুঞ্জন উঠেছে, বার্সার নতুন কোচ জাভি এবং দলের রাইট-ব্যাক দানি আলভেস মিলেও তাদের সাবেক সতীর্থকে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এক্ষেত্রে প্রধান বাধা মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। তিনি মনে করেন, বার্সা এবং তার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা তার ছেলের সঙ্গে বেইমানি করেছেন।