অনলাইন ডেস্ক, ১৭ জানুয়ারি|| জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা রিসোর্স সেন্টারের তথ্য মতে, সারা বিশ্বে এখন পর্যন্ত ৩২ কোটির বেশি মানুষ কভিড-১৯ আক্রান্ত হয়েছে, মারা গেছে ৫৫ লাখ। এ ছাড়া সমগ্র বিশ্বে এখন পর্যন্ত প্রায় ৯০০ কোটি টিকাদান করা হয়েছে বলে জানিয়েছে এই প্রতিষ্ঠানটি। এর মধ্যে বিতরণকৃত ১০০ কোটি টিকা দিয়েছে কোভ্যাক্স।
গত শনিবার রুয়ান্ডায় ১১ লাখ টিকা সরবরাহের সঙ্গে সঙ্গে কোভ্যাক্সের শত কোটিতম টিকা সরবরাহ পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক।
হেনরিয়েটা এইচ ফোর বলেন, ‘বিশ্বে এমন কোটি কোটি মানুষ রয়েছেন যারা এখনো এক ডোজ টিকাও পাননি। আমাদের এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। ’
নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে সমপরিমাণ টিকা সরবরাহের উদ্দেশ্যে গঠিত বৈশ্বিক জোটের নাম কোভ্যাক্স। এ কারণে অনেক দেশই নাগরিকদের জন্য কাঙ্ক্ষিত টিকা পেয়েছে। এ কার্যক্রমে বাংলাদেশও উপকৃত হয়েছে।