অনলাইন ডেস্ক, ১৫ জানুয়ারি|| করোনা প্রাদুর্ভাবের বাড়বাড়ন্তের মাঝে মাস্ক পরার নির্দেশনায় পরিবর্তন এনেছে ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।
বলা হচ্ছে, নাগরিকেরা যাতে ‘সবচেয়ে সুরক্ষামূলক মাস্ক বেছে নেন। ’ একদম কিছু ব্যবহার না করার চেয়ে যেকোনো মাস্ক পরা ভালো। এবং মাস্ক যেন ভালোভাবে ফিট হয় ও যেন অস্বস্তি না জাগে।
তবে এও বলছে, নির্দিষ্ট কিছু মাস্ক অন্যগুলোর চেয়ে ভালোভাবে করোনা মোকাবিলা করতে পারে।
এন৯৫ ও কেএন৯৫ ব্যবহারের কথা উল্লেখ করা হয় সিডিসির ওয়েবসাইটে। পাশাপাশি এন৯৫ মাস্কের সংকটজনিত উদ্বেগ দূর করার কথাও বলা হয়।
আরও বলা হয়, ঢিলেঢালাভাবে বোনা কাপড়ের মাস্ক সর্বনিম্ন সুরক্ষা দেয়, স্তরযুক্ত সূক্ষ্মভাবে বোনা মাস্কের সুরক্ষার ক্ষমতা বেশি। ভালোভাবে ফিট করা ডিসপোজিবল সার্জিক্যাল মাস্ক ও কেএন৯৫ আরও বেশি সুরক্ষা দেয় এবং ভালো-ফিটিং এন৯৫ সর্বোচ্চ স্তরের সুরক্ষা প্রদান করে।
যুক্তরাষ্ট্রে শুক্রবার প্রায় ১৮শ’ নতুন মৃত্যু ও ৭ লাখ ৮০ হাজার নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে, যা বিশ্বের সবচেয়ে বেশি। তবে সরকারি তথ্য অনুসারে নিউইয়র্ক ও অন্যান্য বড় শহরে ওমিক্রনের তরঙ্গ হ্রাস পেতে শুরু করেছে।