অনলাইন ডেস্ক, ১৫ জানুয়ারি।। এবার ডাকঘর বা পোস্টঅফিসে আর্থিক লেনদেন করতে বাধ্যতামূলক করা হল মোবাইল ও প্যানকার্ড নাম্বার।
২০ হাজার টাকা লেনদেনের ক্ষেত্রে দিতে হবে মোবাইল নম্বর, গ্রাহক যদি ৫০ হাজার টাকার বেশি লেনদেন করেন তাহলে আবশ্যিক ভাবে দিতে হবে প্যান কার্ড নাম্বার। ভারতীয় ডাক বিভাগ খুব সম্প্রতি জারি করা এক নির্দেশিকায় এই কথা জানিয়েছেন।
তবে গ্রাহকদের একাংশের দাবি এর আগেও মোবাইল ও প্যান নাম্বার দিলেও তা সিস্টেমে আপলোড করা হয়নি।
প্রসঙ্গত প্যান কার্ড হোল্ডারদের জন্য অত্যন্ত জরুরি এই খবরটি জেনে রাখা ৷ কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, ৩১ মার্চের মধ্যে প্যান ও আধার লিঙ্ক করা বাধ্যতামূলক ৷ নির্দিষ্ট সময়ের মধ্যে প্যান ও আধার লিঙ্ক না করলে একাধিক সমস্যার মুখে পড়তে হতে পারে আপনাকে ৷ সবচেয়ে বড় যে সমস্যা হবে সেটা হল আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে ৷ ৩১ মার্চ ২০২২ এর পরেও প্যান- আধার লিঙ্ক করতে পারেন, তবে সে ক্ষেত্রে ১০০০ টাকা লেট ফাইন দিতে হবে।