অনলাইন ডেস্ক, ১৫ জানুয়ারি।। সারাদেশে শীত বাড়ছে। এ সময় প্রকৃতি শুষ্ক হওয়ায় বাতাসে ধুলোবালির পরিমাণ অনেক বেশি। অনেকে ধুলোর কারণে এ সময়ে সর্দি-কাশিতে বেশি আক্রান্ত হন। তার সঙ্গে শুরু হয় গলাব্যথা, হাঁচি ও জ্বর।
এসব থেকে নিজেকে বাঁচাতে প্রয়োজন হয় শক্তিশালী মাস্কের। করোনা সংক্রমণ ঠেকাতে আমরা এমনিই বিভিন্ন ধরনের মাস্ক ব্যবহার করছি। তবে ধুলোবালির হাত থেকে বাঁচতে সার্জিক্যাল মাস্ক চেয়ে কাপড়ের মাস্কের ব্যবহার বেশি কার্যকরী।
তাই এ সময়ে মাস্ক ব্যবহারে অবশ্যই কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। একই মাস্ক না ধুয়ে ব্যবহার না করাই ভাল। মাস্ক পরে বাইরে থেকে ঘুরে আসার পর দ্বিতীয় বার সেই মাস্ক আর ব্যবহার করবেন না। ব্যবহারের আগে মাস্ক ধুয়ে পরিষ্কার করে রৌদে শুকিয়ে পরা উচিত। এতে মাস্কে থাকা জীবাণু মরে যায়। নয়তো বাইরের ধুলোবালি, জীবাণু শ্বাসপ্রশ্বাসের সঙ্গে শ্বাসনালীতে চলে যাবে। এতে শ্বাসনালীতে সংক্রমণসহ বিপদের ঝুঁকি বাড়বে।