অনলাইন ডেস্ক, ১৫ জানুয়ারি|| টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়েছিলেন আগেই। এরপর ওয়ানডের নেতৃত্ব হারান। এবার স্বেচ্ছায় ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি।
দক্ষিণ আফ্রিকার মাটিতে সদ্য তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ এ হেরেছে ভারত।
এরপরই শনিবার এই ঘোষণা দিলেন কোহলি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে কোহলি লিখেন, ‘আমি সব সময়ই যা কিছুই করেছি নিজের ১২০ শতাংশ দিয়ে চেষ্টা করেছি। তবে এখন আমার মনে হয়েছে সেটা আমি পারছি না। দলের প্রতি আমি এমন অসৎ হতে পারি না। ’
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোহলি জানিয়ে দেন, বিশ্বকাপের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়বেন তিনি। বিশ্বকাপের পর তাই কোহলির জায়গায় রোহিত শর্মাকে এই ফরম্যাটে অধিনায়ক করা হয়।
পরে ওয়ানডের নেতৃত্ব থেকেও কোহলি সরিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সাদা বলের দুই ফরম্যাটেই অধিনায়ক করা হয় রোহিতকে। কোহলির হাতে থাকে শুধু টেস্টের দায়িত্ব।
যে দায়িত্বও এবার স্বেচ্ছায় ছাড়ার ঘোষণা দিলেন সময়ের অন্যতম সেরা ব্যাটার কোহলি।
২০১৪ সালে অস্ট্রেলিয়া সিরিজে মাঝ পথে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্ব ছাড়লে কোহলিকে টেস্ট অধিনায়ক করা হয়। এদিন বিবৃতিতে কোহলি বলেন, ‘দলকে সঠিক দিকে নিয়ে যেতে সাত বছরের প্রতিটা দিন পরিশ্রম করেছি। নিরবচ্ছিন্ন অধ্যবসায় বজায় রেখে চলেছি। চূড়ান্ত সততার সঙ্গে আমি সেই কাজটা করেছি। সেখানে কিছু ফাঁক রাখিনি। সবকিছুকেই কোনো না কোনো সময় থামতে হয়। আমার কাছে ময়ে হয় ভারতীয় দলের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার সময় এসে গেছে। ’
কোহলি আরো লিখেন, ‘দীর্ঘ যাত্রাপথে প্রচুর সাফল্য এসেছে। ব্যর্থতারও সম্মুখীন হতে হয়েছে। কিন্তু কখনো প্রয়াস বা আত্মবিশ্বাসের ঘাটতি হয়নি। আমি যা কিছু করি, তাতে বরাবর ১২০ শতাংশ উজাড় করে দেওয়ার তত্ত্বে বিশ্বাস করে এসেছি। আমি যদি সেটা করতে না পারি, তাহলে আমি ভালোভাবে জানি যে সেটা করা আমার পক্ষে ঠিক নয়। আমার হৃদয়ে পুরোপুরি স্বচ্ছতা আছে। আমার দলের প্রতি আমি অসৎ হতে পারি না। ’
টেস্ট অধিনায়ক হিসেবে নিজের সাফল্যের জন্য রবি শাস্ত্রী এবং সাপোর্ট স্টাফদের ‘ইঞ্জিন’ হিসেবে উল্লেখ করেছেন কোহলি। লিখেছেন, ‘রবি ভাই (রবি শাস্ত্রী) এবং সকল সাপোর্ট স্টাফরা এই গাড়ির ইঞ্জিন হয়ে কাজ করেছেন। যারা লাগাতার টেস্ট ক্রিকেটে আমাদের উপরের দিকে নিয়ে গিয়েছেন। সেই লক্ষ্যকে বাস্তবে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ’
সেই সঙ্গে মহেন্দ্র সিং ধোনিকে ধন্যবাদ জানিয়েছেন কোহলি, ‘শেষে মহেন্দ্র সিং ধোনিকে বড়সড় ধন্যবাদ জানাতে চাই। যিনি অধিনায়ক হিসেবে আমার উপর ভরসা রেখেছিলেন এবং বিশ্বাস করেছিলেন যে আমি ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারব। ’
সব মিলে ৬৮ টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। এই সময়ে ৪০ টেস্টে জয় ভারতের। ১১টি ম্যাচ ড্র হয়েছে, ভারত হেরেছে ১৭টি।