স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ জানুয়ারি।।
রাজ্যের আর্থিক বিকাশের লক্ষ্যে প্রাথমিক ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে। সেই লক্ষ্যেই কৃষির উন্নয়নে এবং কৃষকদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করা হচ্ছে।
আজ ডুকলি ব্লকে সম্প্রতি ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ সব্জী চাষীদের সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায়।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের কল্যাণে সরকার আন্তরিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিন্তাধারা বাস্তবায়নের ফলে রাজ্যের কৃষকগণ এখন পরিবর্তনের দিশাতে এগিয়ে চলছে। কৃষকদের আয় বেড়েছে।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আরও বলেন, ডুকলি পঞ্চায়েত সমিতি সরকারি খালি জায়গায় অর্গানিক কৃষি ফার্ম তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করেছে। কৃষিমন্ত্রী চিরাচরিত প্রথায় চাষাবাদ থেকে বেড়িয়ে এসে আধুনিক পদ্ধতিতে কৃষি কাজে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সম্প্রতি ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ সব্জী চাষীদের উন্নতজাতের টমেটো, ফুলকপি, বাঁধাকপির চারা বিতরণ করা হয়। ডুকলি কৃষি মহকুমার কৃষি তত্তাবধায়ক উত্তম দাস জানান, এই কর্মসূচিতে ব্লকের ৮৪৯ জন কৃষক উপকৃত হবেন। ক্ষতিগ্রস্থ কৃষকদের সব্জীর চারা সহ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬০০ টাকা আর্থিক সহায়তাও দেওয়া হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব, ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অজয় কুমার দাস। স্বাগত বক্তব্য রাখেন উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ফনিভূষণ জমাতিয়া। অনুষ্ঠান শেষে অতিথিগণ ডুকলি ব্লকের অর্গানিক কৃষি ফার্ম পরিদর্শন করেন।