স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ জানুয়ারি।।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোভিড-১৯ অতিমারীজনিত পরিস্থিতি নিয়ে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন।
রাজ্য সচিবালয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন। আজকের এই ভার্চুয়াল বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডবা প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব দেশে বর্তমান কোভিড পরিস্থিতি ও টিকাকরণের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
এছাড়াও আজকের এই ভার্চুয়াল বৈঠকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীগণ কোভিড-১৯ ও করোনার নতুন প্রজাতি ওমিক্রন সংক্রমন প্রতিরোধে রাজ্যগুলির প্রস্তুতি সহ জনস্বাস্থ্য ক্ষেত্রে প্রতিরোধমূলক ও যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থাসমূহ, স্বাস্থ্য পরিকাঠামোগত স্থিতি এবং টিকাকরনের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।
আজকের এই ভার্চুয়াল বৈঠকে রাজ্য সচিবালয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যসচিব কুমার অলক, স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা, জাতীয় স্বাস্থ্য মিশন, ত্রিপুরা শাখার মিশন ডিরেক্টর ডাঃ সিদ্ধার্থ শিব জয়সবাল, স্বাস্থ্য অধিকারের অধিকর্তা ডাঃ শুভাশিস দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ অধিকারের অধিকর্তা ডাঃ রাধা দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।