অনলাইন ডেস্ক, ১৪ জানুয়ারি||ভারতের সাবেক বোলিং কোচ ভরত অরুণকে একই পদে নিয়োগ দিল কলকাতা নাইট রাইডার্স। কেকেআরে কাইল মিলসের স্থলাভিষিক্ত হলেন তিনি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পঞ্চদশ সংস্করণের জন্য অরুণকে বোলিং কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তিনি এই প্রথম আইপিএলের সঙ্গে যুক্ত হলেন না।
২০১৫-১৭ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে কাজ করেছিলেন অরুণ।
জাতীয় দলের বোলিং কোচ হিসেবে ডাক পাওয়ার পর ২০১৭ সালে তিনি আরসিবি ছাড়েন। প্রধান কোচ রবি শাস্ত্রী ও ফিল্ডিং কোচ আর শ্রীধরের সঙ্গে টিম ইন্ডিয়ার দায়িত্ব সামলান ৫৯ বছর বয়সী এই বোলিং কোচ।
বিরাট কোহলি-রোহিত শর্মাদের বোলিং কোচের পাশাপাশি তিনি ২০১২ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সঙ্গেও যুক্ত ছিলেন। এছাড়াও তিনি জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান বোলিং কোচও ছিলেন। ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ু দলকেও কোচিং করিয়েছেন তিনি।
কেকেআরে যোগ দিতে পেরে বেশ উচ্ছ্বসিত অরুণ। তিনি বলেন, ‘আমি ভীষণ উচ্ছ্বসিত। নাইট রাইডার্সের মতো সফল দলের বোলিং কোচ হতে পেরে দারুণ লাগছে।
আইপিএল ও বিশ্বজুড়ে অন্য টি-টোয়েন্টি লিগে কেকেআর কেবল সফলই নয়, তাদের পেশাদারিত্বেও আমি মুগ্ধ। ’
খেলোয়াড়ি জীবনে অরুণ ভারতের হয়ে ২ টেস্ট ও ৪টি ওয়ানডে খেলেছেন। ঘরোয়া লিগে তিনি খেলেছেন তামিলনাড়ুর হয়ে।