অনলাইন ডেস্ক, ১৩ জানুয়ারি।। জাতিসংঘের অপারেটিং বাজেটের বকেয়া পরিশোধে পিছিয়ে রয়েছে ইরান, ভেনেজুয়েলা ও সুদানসহ আটটি দেশ। সংস্থাটির প্রধান বুধবার একটি চিঠিতে বলেছেন, দেশগুলো ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে তাদের ভোটাধিকার হারাচ্ছে।
নিউজউইক জানায়, ভোটাধিকার ফিরে এতে ইরানের প্রয়োজন ১.৮ কোটি ডলারেরও বেশি। ভেনেজুয়েলার দরকার ৩.৯ কোটি এবং সুদানের ৩ লাখ ডলার।
মহাসচিব আন্তোনিও গুতেরেস সাধারণ পরিষদের সভাপতি আবদুল্লাহ শহীদকে চিঠিতে বলেছেন, এ তালিকায় আরও আছে এন্টিগুয়া অ্যান্ড বারবুডা, কঙ্গো প্রজাতন্ত্র, গিনি, পাপুয়া নিউ গিনি এবং ভানুয়াতু।
জাতিসংঘের সনদে বলা হয়েছে, সদস্যদের বকেয়া আগের দুই বছরের জন্য তাদের দেওয়া অর্থের সমান বা তার বেশি হলে তারা তাদের ভোটাধিকার হারায়।
তবে এও বলা হয়েছে, টাকা দেওয়ার ব্যর্থতা সদস্যের নিয়ন্ত্রণের বাইরের হলে সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেওয়া চালিয়ে যেতে পারে।
সে অনুযায়ী, বকেয়া দেশের তালিকায় থাকা তিন আফ্রিকান দেশ কমরোস, সাও টোমেও প্রিন্সিপে এবং সোমালিয়া তাদের ভোটাধিকার রাখতে সক্ষম হবে।
এর আগে ইরান ২০২১ সালের জানুয়ারিতে তার ভোটদানের অধিকার হারিয়েছিল। এরপর বকেয়ার ন্যূনতম শোধ করে জুনে সেই অধিকার পুনরুদ্ধার করে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান বিদেশি ব্যাংকগুলোর বিলিয়ন ডলারের নাগাল পেতে ব্যর্থ হওয়ায় ওই সময় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করে। পরে জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক ১.৬ কোটি ডলার বকেয়া পরিশোধে সাহায্যের জন্য দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন স্থানে ব্যাংকিং ও সরকারি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
২০১৮ সালে তেহরান এবং ছয়টি বৃহৎ শক্তির মধ্যে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের পর ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।