অনলাইন ডেস্ক, ১৩ জানুয়ারি।। আজকালকার দিন আগেকার দিনের থেকে অনেকটাই আলাদা। আগেকার মানুষ সেলিব্রিটিদের ফ্যান ছিল ঠিকই, কিন্তু তাদের লাইফস্টাইলের কথা সাধারণ মানুষ জানতে পারত না। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে সেলিব্রিটিদের সব খবরই পায় তারা। আর সেলিব্রিটিরাও তাদের ভক্তদের সাথে তাদের নিত্যদিনের জীবনধারা ভাগ করে নিয়ে বেশ আনন্দ পান। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সানি লিওনি ভক্তদের সঙ্গে মাঝেমধ্যেই নিজের কিউট লুক ভাগ করে নেন।
সোশ্যাল মিডিয়াতেও দারুণ অ্যাক্টিভ থাকার কারণে নিজের ডেইলি রুটিনও ফ্যানেদের সঙ্গে শেয়ার করে নেন তিনি। সেই সাথে শেয়ার করেন নিজের আনন্দের মুহূর্তগুলি। বলিউডে পা রাখার পর থেকেই সানি ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করছেন।
বর্তমানে সানি লিওনি বলিউড ছাড়াও দক্ষিণের ছবিতে কাজ করছেন। প্রথম বারের মতো মালায়ালম ছবি রঙ্গিলাতে দেখা যাবে তাঁকে। তাছাড়া এর পাশাপাশি আরও বেশ কয়েকটি ছবিতে কাজ করছেন তিনি।
সম্প্রতি তিনি নেট দুনিয়ায় একটি মজার ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি রিয়েল লাইফ এবং ফ্যানেরা যা ভাবেন তার মধ্যে পার্থক্য তুলে ধরেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, আয়নার সামনে বসে বসে সেলফি নিচ্ছেন সানি। ভিডিওতে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে কমলা রঙের টপ ও বাদামী রঙের প্যান্ট।
পাউট করে সেলফি নেওয়ার সময় বিভিন্ন পোজও দিচ্ছেন অভিনেত্রী। ভিডিওর অপর একটি অংশে তাঁকে ফর্মালে দেখা যাচ্ছে। সেখানে তাঁকে খুবই স্ট্রেসড লাগছে। সেখানে কখনও তাঁকে ফোন করতে দেখা যাচ্ছে, কখনও আবার তিনি ডায়লগ মনে করছেন। ভিডিওতে তিনি লিখেছেন, লাইফ অফ অ্যান অ্যাকট্রেস।
ভিডিওর ক্যাপশনে সানি লিখেছেন, সত্য প্রায়শই ফিকশানের থেকে অজানা থাকে। #myMtvReel @mtvsplitsvilla @mtvindia। সানির এই ভিডিওটি ফ্যানেরা খুব পছন্দ করেছে। এছাড়া আরও একটি ভিডিওতে সানি নিজের পছন্দ ও অপছন্দ নিয়ে কথা বলেছেন।