।। রিমা সিনহা।। আগরতলা, ১৩ জানুয়ারি।। মকর সংক্রান্তি সৌর ক্যালেন্ডার অনুসারে নির্ধারিত ভারতীয় উৎসবগুলির মধ্যে একটি।
বিশ্বাস করা হয় যে এই উৎসবে গঙ্গা স্নান, উপবাস, গল্প, দান এবং ভগবান সূর্যদেবের আরাধনা করলে ঘরে সুখ শান্তির পরিবেশ বজায় থাকে। কথিত আছে যে এই দিনে সূর্য দেবতার পূজা করার পর করা দান ফলদায়ক হয়। এই দিনে তিলের তৈরি জিনিস দান করতে হয়। শুধু তাই নয়, এই শুভ দিনে ১৪টি জিনিস দান করা ভালো।
নতুন ফসল উঠলে সেখান থেকে চাল, ছোলা, চীনাবাদাম, গুড়, তিল এবং বিউলির ডালের মতো ফসল দিয়ে তৈরি জিনিস দিয়ে এই দিনে ভগবান সূর্য ও শনিদেবের পূজা করা হয়। মকর সংক্রান্তিতে অনেক নিয়ম মেনে চলা প্রয়োজন, যদিও এমন কিছু জিনিস রয়েছে যা এই দিনে করা উচিত নয়। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী-কী।
মকর সংক্রান্তির শুভ দিনে যে কাজগুলো করবেন-
-এই দিনে নদীতে স্নান করা শুভ বলে মনে করা হয়, তবে তা সম্ভব না হলে বাড়িতে জলে কালো তিল রেখে স্নান করতে পারেন।
-এই উৎসবে শনিদেবকে খুশি করা খুবই শুভ বলে মনে করা হয়। কালো তিল দান করে আপনি তাঁকে খুশি করতে পারেন।
-এই দিনে তিল দিয়ে জল পান করুন। এছাড়াও, তিলের লাড্ডু খাওয়া এবং তিলের তৈরি যে কোনও জিনিস খাওয়া খুব শুভ বলে মনে করা হয়।
-মকর সংক্রান্তিতে খিচুড়ি খাওয়াও খুব শুভ বলে মনে করা হয়। উপবাসের পর প্রসাদ হিসেবে খিচুড়ি খেতে পারেন।
কী করবেন না-
-এই দিনে দানের বিশেষ স্বীকৃতি রয়েছে। যদি কোনও ভিক্ষুক বা গরীব আপনার বাড়িতে কিছু চাইতে আসে, তবে ভুল করেও তাঁকে খালি হাতে পাঠাবেন না। তাঁকে খিচুড়ি এবং অন্যান্য জিনিস দান করুন।
-হিন্দু ধর্মে, এই দিনটিকে শুভ বলে মনে করা হয়, তাই এই দিনে যে কোনও ধরণের নেশা থেকে দূরে থাকা উচিত। অ্যালকোহল বা অন্যান্য নেশাদ্রব্য সেবন করা অশুভ বলে মনে করা হয়।
-যাঁরা উপবাস রাখেন তাঁরা প্রতিটি নিয়ম মেনে চলেন, কিন্তু যাঁরা উপবাস রাখেন না, তাঁদেরও কিছু নিয়ম মেনে চলতে হবে। স্নান ও পূজার আগে কোনওভাবেই খাবার খাওয়া উচিত নয়।