অনলাইন ডেস্ক, ১৩ জানুয়ারি।। ১৯৬০ দশকের নারীদের গানের দল রোনেটেসের প্রধান গায়িকা রোনি স্পেক্টর মারা গেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন।
‘বি মাই বেবি’, ‘বেবি আই লাভ ইউ’ ও ‘ওয়াকিং ইন দ্য রেইন’-এর মতো হিট গান দিয়ে জনপ্রিয়তা পান এই পপ তারকা।
রোনির পরিবার এক বিবৃতিতে জানায়, ক্যানসারের সঙ্গে লড়াই করে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বিবৃতিতে আরও জানানো হয়, ‘উজ্জ্বল চোখ, সাহসী মনোভাব, দুষ্টু-কৌতুকপূর্ণ রসবোধ ও সব সময় মুখে হাসি নিয়ে জীবন কাটিয়েছেন রোনি। ভালোবাসা ও কৃতজ্ঞতায় তার হৃদয় পরিপূর্ণ ছিল।’
রোনির জন্ম ১৯৪৩ সালে, ম্যানহাটনে। তার ডাক নাম ভেরোনিকা বেনেট। ১৯৬৪ সালে মাত্র ১৮ বছর বয়সে বড় বোন ও কাজিনের সঙ্গে পারফর্ম করে খ্যাতি পান তিনি।