অনলাইন ডেস্ক, ১৩ জানুয়ারি।। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য তিন নতুন মুখ নিয়ে স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে ডাক পাওয়া এই তিন ক্রিকেটার হলেন নুয়ান তুষারা, চামিকা গুনাসেকারা ও শিরান ফার্নান্দো।
পিতৃত্বকালীন ছুটি নেওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে থাকছেন না ধনাঞ্জয়া ডি সিলভা। স্বাগতিকেরা পাচ্ছে না আভিষ্কা ফার্নান্দো, জানিথ লিয়ানাগে ও কামিল মিশারাকেও।
করোনা আক্রান্ত হয়েছেন এই তিন ক্রিকেটার।
শ্রীলঙ্কা ক্রিকেট আরও নিশ্চিত করে, ফিটনেস স্ট্যান্ডার্ড না থাকায় লাহিরু কুমারা ও কালানা পেরেরাকে দলে নেওয়া হয়নি। এই সিরিজে থাকছেন না ওয়ানিন্দু হাসারাঙ্গাও।
শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৬ জানুয়ারি থেকে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ১৮ ও ২১ জানুয়ারি। সিরিজের সব ম্যাচ হবে পালেকেলেতে।
শ্রীলঙ্কা স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশানকা, মিনোদ ভানুকা, চারিথ আসালাঙ্কা, মহীষ থিকসেনা, চামিকা করুনারত্নে, জেফ্রি ভেন্ডারসে, নুয়ান তুষারা, রমেশ মেন্ডিস, প্রভীন জয়াবিক্রমা, দুষ্মন্ত চামিরা, চামিকা গুনাসেকারা, দীনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, নুয়ান প্রদীপ, শিরান ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস।
স্ট্যান্ডবাই খেলোয়াড়: আশেন বান্দারা, পুলিনা থারাঙ্গা, নিমেশ বিমুক্তি, আশিয়ান ড্যানিয়েল, আশিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো।