অনলাইন ডেস্ক, ১৩ জানুয়ারি।। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে একটি চার জাতির টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।
টুইটারে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে তিনি এই প্রস্তাবের কথা উল্লেখ করেছেন। দেশ চারটি হল- পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড।
রমিজ রাজা টুইটে এই প্রস্তাবিত সিরিজকে ‘সুপার সিরিজ’ বলে উল্লেখ করেছেন।
তিনি লিখেছেন, এই চারটি দেশ পর্যায়ক্রমে এই সিরিজের আয়োজক দেশ হবে।
এই সিরিজের মূল লক্ষ্যটা আর্থিক, যে কথা উল্লেখ করে তিনি লিখেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্যদের মধ্যে লভ্যাংশ ভাগের জন্য একটি পৃথক রাজস্ব মডেলও তৈরি করা হবে। তিনি এই ভাবনাকে ‘সবার জন্যই জয়’ হিসেবে দেখছেন।
তবে এই ‘সুপার সিরিজ’ এর ভাবনা নতুন নয়। এর আগে ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলিও এমন একটি ধারণার কথা বলেছিলেন। তবে সৌরভের প্রস্তাবিত সেই সিরিজে পাকিস্তানের নাম ছিল না।
সৌরভ তখন বলেছিলেন, ২০২১ সাল থেকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত এবং শীর্ষস্থানীয় আরেকটি দল নিয়ে সুপার সিরিজ হবে। প্রথম আসরটি হবে ভারতে।
২০১৯ সাল থেকেই পাকিস্তানে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট আয়োজিত হচ্ছে।
২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিও আইসিসির সূচি অনুযায়ী সব ঠিক থাকলে পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা।
তবে ক্রিকেট বিশ্লেষকেরা এ ধরনের সুপার সিরিজ আয়োজন করা কতটা সম্ভব হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তারা বলছেন, বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের ক্যালেন্ডারে যে ব্যস্ততা, তার সাথে টি-টোয়েন্টি লিগগুলোও রয়েছে এবং একই সাথে প্রায় প্রতি বছর একটি করে আইসিসি ইভেন্ট আছে।
এ কারণে ২০৩১ সাল পর্যন্ত রমিজ রাজার ‘সুপার সিরিজ’ এর সময় বের করা মুশকিল হতে পারে।