অনলাইন ডেস্ক, ১৩ জানুয়ারি।। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াডে অফ-স্পিনার জয়ন্ত যাদব ও পেসার নবদীপ সাইনিকে অন্তর্ভুক্ত করেছে ভারত। বুধবার স্কোয়াড হালনাগাদ করার বিষয়টি জানায় বিসিসিআই।
ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে দ. আফ্রিকা সফরে যাচ্ছেন যাদব। ভারতের হয়ে মাত্র একটি ওয়ানডে খেলেছেন ৩১ বছর বয়সী এই স্পিনার।
অন্যদিকে সাইনিকে রাখা হয়েছে মোহাম্মদ সিরাজের বেক-আপ হিসেবে।
করোনা আক্রান্ত হওয়ায় প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ওয়াশিংটন। অন্যদিকে দ. আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে হ্যামস্ট্রিং চোটে পড়েন সিরাজ। যার কারণে তৃতীয় ও শেষ টেস্টে নেই তিনি। তবে ওয়ানডে সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে সিরাজকে।
দু’দলের সিরিজের প্রথম দুই ওয়ানডে হবে ১৯ ও ২১ জানুয়ারি, পার্লের বোলান্দ পার্কে। আর তৃতীয় ও শেষ ম্যাচ হবে ২৩ জানুয়ারি, কেপটাউনের নিউল্যান্ডসে।
হালনাগাদ ওয়ানডে স্কোয়াড: লোকেশ রাহুল (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, রুতুরাজ গাইকওয়ার্ড, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আয়ার, ভেঙ্কটেশ আয়ার, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), যুজুবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, প্রাসিধ কৃষ্ণ, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, জয়ন্ত যাদব ও নবদীপ সাইনি।