অনলাইন ডেস্ক, ১৩ জানুয়ারি।। ভিসা জটিলতায় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল নির্ধারিত সময়ে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছতে পারেনি। যেখানে শুক্রবার থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। আফগান যুবারা দেরিতে পৌঁছে প্রয়োজনীয় কোয়ারান্টাইন পর্ব শেষ করতে সময় লেগে যাবে। তাই বাধ্য হয়েই আফগানিস্তানের গ্রুপ ম্যাচগুলোর সূচিতে বদল আনল আইসিসি।
বিশ্বকাপের সূচিতে বদল আনার কথা বুধবার এক বিবৃতিতে জানায় আইসিসি। আফগানিস্তানের ম্যাচগুলো পিছিয়ে দিয়ে ‘সি’ গ্রুপের অন্য ম্যাচগুলো এগিয়ে নিয়ে আসা হয়।
আফগানিস্তানের গ্রুপে রয়েছে পাকিস্তান, পাপুয়া নিউ গিনি ও জিম্বাবুয়ে। সি-গ্রুপের ৬টি ম্যাচের মধ্যে চারটি ম্যাচের সূচি আগ পিছু করা হয়েছে। দুটি ম্যাচের সূচি অপরিবর্তিত রয়েছে।
‘সি’ গ্রুপের পরিবর্তিত সূচি
১৫ জানুয়ারি: জিম্বাবুয়ে বনাম পাপুয়া নিউ গিনি
১৭ জানুয়ারি: পাকিস্তান বনাম জিম্বাবুয়ে
১৮ জানুয়ারি: আফগানিস্তান বনাম পাপুয়া নিউ গিনি
২০ জানুয়ারি: পাকিস্তান বনাম আফগানিস্তান
২২ জানুয়ারি: পাকিস্তান বনাম পাপুয়া নিউ গিনি
২২ জানুয়ারি: আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে।