অনলাইন ডেস্ক, ১৩ জানুয়ারি।। গতকাল বুধবার সকালে অর্জুন কাপুর আর মালাইকা আরোরার বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছিল বলিপাড়ার সর্বত্র। কিছুদিন আগেই প্রেমিক রোমন শলের সঙ্গে সুস্মিতার বিচ্ছেদের খবর শুনেও এত অবাক হননি সকলে, যতটা অবাক হয়েছিলেন মালাইকা আর অর্জুনের ব্রেকআপ নিয়ে।
বিগত কয়েক বছর ধরে সম্পর্ক আছেন মালাইকা-অর্জুন। একসঙ্গে ছবিও শেয়ার করে থাকেন তাঁরা সোশ্যাল মিডিয়ায়।
দুজনের বয়সের ফারাক ১২ বছর। মালাইকা ৪৮, আর অর্জুন ৩৬। শুধু তাই নয়, আরবাজ খানের সঙ্গে ডিভোর্সও হয়েছে সম্প্রতি। সে কারণে এই সম্পর্কের ভবিষ্যত নিয়ে ধন্ধ রয়েছিল অনেকের মনে। আর তাই বিচ্ছেদের খবর সামনে আসতেই দুয়ে দুয়ে চার করে ফেলেন অনুরাগীরা!
তবে, বুধবার বিকালেই সব জল্পনায় পানি ঢেলে দিলেন অর্জুন কাপুর। যেখানে দেখা যাচ্ছে, অর্জুনের বুকে ঠেস দিয়ে দাঁড়িয়ে মিরর সেলফি তুলেছেন মালাইকা। দুজনের চোখেই কালো রোদ চশমা। সাদা-কালো ছবিটি শেয়ার করে অর্জুন লিখেছেন, ‘এটা এখন গুজব ছড়ানোর কোনও সময় না। সাবধানে থাকুন।
ভালো থাকুন। মানুষের জন্য ভালো ভাবুন। সবাইকে ভালোবাসা’।
কয়েকদিন আগেই তাঁর আর মালাইকার বয়সের ফারাক নিয়ে করা ট্রোলের উদ্দেশে মুখ খুলেছিলেন অর্জুন। Masala.com-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘এই সমস্ত ট্রোলারদের কমেন্ট মিডিয়াই খুঁজে খুঁজে বের করে। আমরা তো এই ধরনের মন্তব্যের ৯০ শতাংশের দিকেই তাকাই না। ট্রোলিংকে একেবারেই পাত্তা দেই না, কারণ জানি এগুলো সব ফেক। এই মানুষগুলোই আমাকে সামনে পেলে আমার সঙ্গে সেলফি তোলার জন্য পাগলের মতো করবে। সুতরাং এসবে বিশ্বাস করে লাভ নেই’।