অনলাইন ডেস্ক, ১২ জানুয়ারি|| বিয়ের পরিকল্পনা করতে ক্লাবের অনুশীলন থেকে একদিনের ছুটি নিয়ে আঙ্কারা গিয়েছিলেন আহমেত কালিক। কিন্তু ফেরা হলো না এই টার্কিশ ফুটবলারের।
মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় মাত্র ২৭ বছর বয়সে প্রাণ হারালেন তুরস্কের সুপার লিগের ক্লাব কোনিয়াস্পোরের এই সেন্টার-ব্যাক। ফেব্রুয়ারিতে বিয়ের কথা ছিল তার।
টার্কিশ ক্লাব গ্যালাতাসারাইয়ে তিন বছর কাটিয়ে ২০২০ সালে কোনিয়াস্পোরে যোগ দেন কালিক। তুরস্কের হয়ে দুই বছরে ৮ ম্যাচ খেলে এক গোল করেন তিনি। ২০১৭ সালে জাতীয় দল থেকে অবসর নেন কালিক।
এই তরুণ ডিফেন্ডারের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়ে তার ক্লাব কোনিয়াস্পোর লেখে, ‘আমাদের খেলোয়াড় আহমেত কালিককে হারিয়ে আমরা খুবই শোকাহত। কোনিয়াস্পোরে আসার প্রথম দিন থেকে সে আমাদের সমর্থক ও শহরের প্রিয়জন হয়ে উঠেছিলেন। ’
শোক জানিয়েছে কালিকের সাবেক ক্লাব গ্যালাতাসারাইও। ক্লাবটির হয়ে তিনি ৫০টির বেশি ম্যাচ খেলেছেন। এই দুর্ঘটনার তদন্ত চলছে জানায় স্থানীয় গণমাধ্যম।