currency: মার্কিন মুদ্রায় প্রথম কৃষ্ণাঙ্গ নারীর মুখ

অনলাইন ডেস্ক, ১২ জানুয়ারি|| অবশেষে রীতি ভাঙছে মার্কিন যুক্তরাষ্ট্র! যে মুদ্রায় এতদিন দেশটির প্রথম প্রেসিডেন্টের মুখ থাকত, সেখানেই স্থান করে নিলেন কৃষ্ণাঙ্গদের অধিকার আন্দোলনের অন্যতম মুখ তথা নারী সাহিত্যিক মায়া অ্যাঙ্গেলু।

 

মার্কিন মুলুকের ২৫ সেন্টের কয়েনের একপিঠে দেখা যেত প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের মুখ। আর অপর পিঠে থাকত ঈগলের ছবি। গত ৯০ বছরে এটাই ছিল রীতি।

 

এবার সেই কয়েনে জর্জ ওয়াশিংটনের মুখের অপর পিঠে থাকবে মায়া অ্যাঙ্গেলুর মুখ।

আমেরিকার ইতিহাসে এই প্রথম সে দেশের মুদ্রায় কোনও আফ্রো আমেরিকান বংশোদ্ভূত নারীর ছবি ব্যবহার করা হচ্ছে। মঙ্গলবার আমেরিকার টাঁকশাল আনুষ্ঠানিকভাবে এই বিশেষ মুদ্রার উদ্বোধন করেছে। এই কয়েন বাজারে ছাড়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

 

 

 

কে এই মায়া অ্যাঙ্গেলু? ১৯২৮ সালে আমেরিকার মিসৌরিতে জন্মেছিলেন মায়া। কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষা আন্দোলনে মার্টিন লুথার কিং জুনিয়র এবং ম্যালকম এক্সের মতো ব্যক্তিত্বদের সঙ্গে তাল মিলিয়ে লড়াই করেছেন তিনি। তাঁর কলমে রচিত ‘আই নো হোয়াই দ্য কেজ্‌ড বার্ড সিংস’ বিশ্ববনন্দিত হয়েছে। ২০১৪ সালে এই কবির মৃত্যু হয়। তাঁর লড়াইকে স্বীকৃতি দিতেই এই সম্মান প্রদান করা হল তাঁকে।

 

উল্লেখ্য, মায়ার মতো একই সম্মান পাবেন প্রথম আমেরিকান নারী মহাকাশচারী স্যালি রাইড, নারী অধিকার রক্ষা কর্মী নীনা ওটেরো-ওয়ারেন, চীনা বংশোদ্ভূত আমেরিকান চিত্র তারকা অ্যানা মে ওং এব‌ং চেরোকি জনজাতি বংশোদ্ভূত নেত্রী উইলমা ম্যানকিলারও।

 

২০২১ সালে ‘আমেরিকান উইমেন কোয়াটার্স প্রোগ্রাম’ সংক্রান্ত একটি আইন পাশ হয়েছিল আমেরিকায়। সেই আইন অনুযায়ী, প্রতি বছর মুদ্রায় এক জন করে উল্লেখযোগ্য মার্কিন নারীর ছবি প্রকাশ করা হবে। এই প্রথা চলবে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত।

 

এ প্রসঙ্গে মার্কিন টাঁকশালের ডেপুটি ডিরেক্টর ভেনট্রিস গিবসন জানিয়েছেন, ‘আমেরিকার ইতিহাসে যে সমস্ত নারীরা মূল্যবান অবদান রেখেছেন। তাঁদের সম্মান জানাতে পেরে আমরা গর্বিত’। একই মত প্রকাশ করেছেন আমেরিকান কোষাগার সচিব জ্যানেট ইয়েলেনও।

 

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?