অনলাইন ডেস্ক, ১২ জানুয়ারি|| আগামী মৌসুম থেকে পরিবর্তন আসছে আইপিএলের টাইটেল স্পনসরে। ভিভোর পরিবর্তে টাটার হাতে আইপিএলের স্পনসর সত্ত্ব তুলে দিয়েছে বোর্ড ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
মঙ্গলবার (১১ জানুয়ারি) আইপিএলের গভর্নিং কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল নিশ্চিত করেন, ‘ভিভোকে বাদ দেওয়া হয়েছে এবং টাইটেল স্পনসর হবে টাটা।
’
প্যাটেল আরও জানান, স্পনসরের এই আবেদন অনুমোদন দিয়েছে গভর্নিং বডি। আগামী দুই মৌসুমের জন্য (২০২২ ও ২০২৩) আইপিএলের টাইটেল স্পনসর সত্ত্ব পেল টাটা গ্রুপ।
আগের টাইটেল স্পনসর চাইনিজ স্মার্টফোন নির্মাতা ভিভোর সঙ্গে আইপিএল গভর্নিং কাউন্সিল চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়ায় সুযোগটি লুফে নেয় ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানটি। আইপিএলের স্পনসর হিসেবে এগিয়ে আসায় টাটা গ্রুপকে স্বাগত জানিয়েছেন বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ।
প্রায় ৩৪১ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ২০১৭ সালে পাঁচ বছরের জন্য আইপিএলের টাইটেল স্পনসরশিপ কিনে নিয়েছিল ভিভো। তবে ২০২০ সালে চাইনিজ কোম্পানিটির পরিবর্তে আইপিএলের টাইটেল স্পনসরশিপ পায় ড্রিম ইলেভেন।
২০২১ সালে ফের টাইটেল স্পনসরের দায়িত্ব ফিরে পায় ভিভো। চুক্তি অনুযায়ী, সে বছরই আইপিএলের সঙ্গে ভিভোর সম্পর্ক শেষ হওয়ার কথা। কিন্তু করোনা মহামারির কারণে মাঝে এক বছর বিরতি যাওয়ার কারণে চুক্তির বাইরে বাড়তি এক বছর স্পনসরশিপের দায়িত্বে থাকার সুযোগ পাওয়ার কথা ছিল ভিভোর।
অর্থাৎ, এই বছরও ভিভোর স্পনসরশিপ থাকার কথা। কিন্তু ভারত-চীন সীমান্ত দ্বন্দ্বের কারণেই আগামী আসরের টাইটেল স্পনসরে পরিবর্তন আনল আইপিএল কর্তৃপক্ষ।