স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ জানুয়ারি।। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের সর্বত্র প্রতীকী ভাবে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি হয় আগরতলাস্থিত নেতাজী সুভাষ আঞ্চলিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রে। অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী।
অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত, পদ্মশ্রী দীপা কর্মকার, দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা ও যুগ্ম অধিকর্তা পাইমং মগ। উদ্বোধনের পর অতিথিগণ স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে এই দিবসটি পালনের তাৎপর্য আলোচনা করতে গিয়ে ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, পৃথিবীর যুব সমাজ ও মানবজাতির পথ প্রদর্শক ছিলেন স্বামী বিবেকানন্দ। পারিবারিক প্রাচুর্যতা সত্বেও তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন মানব কল্যাণে। তিনি আরও বলেন, স্বামীজি সবসময় বলতেন, মানুষ তার চিন্তাধারা দিয়ে চালিত হয়।
সদর্থক চিন্তাভাবনা নিয়ে সমাজ, রাজ্য ও দেশের জন্য কাজ করার জন্য ক্রীড়ামন্ত্রী উপস্থিত সকল ক্রীড়াবিদ ও ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আজকের যুব সমাজই আগামীতে দেশকে নেতৃত্ব দেবে। স্বামীজির আদর্শকে অনুসরণ করে সুনাগরিক হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য সকলকে পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, নেশার বিরুদ্ধে রাজ্য সরকার যুদ্ধ ঘোষণা করেছে। আগামী দিনে একে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। কারণ নেশার দৌলতে গুণ ও মেধা থাকা সত্বেও অকালেই ঝড়ে পড়েছে রাজ্যের অনেক ছাত্রছাত্রী।
অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত বলেন, স্বামীজিকে যুব সমাজের জানা ও পড়া উচিৎ। ক্ষমতার অলিন্দে গিয়ে নিজের চরিত্র ধরে রাখার জন্য তিনি যুব সমাজের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং মগ ও ধন্যবাদসূচক বক্তব্য রাখেন দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা।