অনলাইন ডেস্ক, ১২ জানুয়ারি|| করোনাভাইরাস মহামারির মধ্যে আর্থিকভাবে হয়েছে ইউরোপিয়ান ফুটবল। তবে তার মধ্যেও লাভের মুখ দেখেছে বায়ার্ন মিউনিখ।
ইউরোপের শীর্ষ আট লিগ চ্যাম্পিয়নদের মধ্যে ২০২০-২১ মৌসুমে কেবল মুনাফা করতে পেরেছে জার্মান জায়ান্টরা। সম্প্রতি এক প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে।
ইউরোপের শীর্ষ আট লিগ— ইংল্যান্ড, স্পেন, জার্মানি, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, তুরস্ক ও পর্তুগালের চ্যাম্পিয়নদের আর্থিক বিশ্লেষণের পর ‘ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের প্রতিবেদন’ নামে এক রিপোর্ট দিয়েছে কেপিএমজি ফুটবল বেঞ্চমার্ক।
তাতে দেখানো হয়েছে, বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন ২০-২১ মৌসুমে কর দেওয়ার পরও ১.৮ মিলিয়ন ইউরো মুনাফা করেছে। আর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি একমাত্র ক্লাব, তার আগের মৌসুমের চেয়ে যাদের আয় বৃদ্ধির দিকে।
সিটির মোট আয় হয়েছে ৬৪৪ মিলিয়ন ইউরো। যা অন্য সাত লিগের চ্যাম্পিয়ন বায়ার্ন, অ্যাতলেতিকো মাদ্রিদ, আয়াক্স, স্পোর্টিং লিসবন, লিলে, ইন্টার মিলান ও বেসিকতাসের চেয়ে বেশি।
তাদের এই আয় এসেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলার প্রাইজমানি ও সম্প্রচার সত্ত্ব থেকে। কভিড-১৯ শুরুর আগের দুই মৌসুমের (১৯-২০ ও ১৮-১৯) চেয়ে বেশি এবার সিটির সম্প্রচার সত্ত্ব থেকে আয় হয়েছে ৯৬ মিলিয়ন ইউরো।
২০-২১ মৌসুমে সিরি’আ চ্যাম্পিয়ন ইন্টারের নেট ক্ষতি ২৪৫.৬ মিলিয়ন ইউরো। যা ইতালিয়ান কোনো ক্লাবের মধ্যে সর্বোচ্চ ক্ষতি।
অন্যদিকে, স্প্যানিশ চ্যাম্পিয়ন অ্যাতলেতিকোর নেট ক্ষতি ১.৮ মিলিয়ন ইউরো।