স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ জানুয়ারি।। বুধবার সকালে আগরতলা শহরে ফুটপাত দখল মুক্ত করার উদ্যোগ নিল আগরতলা পৌর নিগম। যে সমস্ত ব্যাবসায়ীরা বিগত অনেক দিন যাবত ফুটপাত দখল করে ব্যবসা করছে তাদেরকে মঙ্গলবার পৌরনিগম এর মেয়র দীপক মজুমদার ও পৌরনিগম এর কমিশনার শৈলেশ কুমার যাদব,সহ পৌরনিগম এর আধিকারিকরা জানিয়ে দিয়েছিলেন দোকান গুলো সরিয়ে নিতে।
কিন্তু ব্যবসায়ীরা তা কর্নপাত করেননি। তাই বাধ্য হয়ে বুধবার পৌরনিগম এর পক্ষ থেকে দখল করা জায়গায় তাদের দোকান পাট ভেঙ্গে গুড়িয়ে দেয়। যাতে করে শহরবাসী ফুটপাত দিয়ে চলাফেরা করতে অসুবিধা না হয়।
ফুটপাত দিয়ে জনগণ চলাফেরা করতে যেন অসুবিধার সম্মুখীন্ন হতে না হয় তার জন্য পৌরনিগমের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরে এই দখল করা জায়গার জন্য সবসময়ই যানজট লেগে থাকত।
আগরতলা শহরকে যানজট মুক্ত করা এবং ব্যবসায়ীরা যেন রাস্তা দখল করে ফুটপাতে ব্যবসা করতে না পারে তার জন্যই এই অভিযান, এমনই জানালেন পৌরনিগমের এক আধিকারিক।