অনলাইন ডেস্ক, ১১ জানুয়ারি।। করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন ওমিক্রনের দাপটে একদিনেই ১১ লাখ ৩০ হাজারের বেশি রোগী শনাক্তের বিশ্ব রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র।
আগের রেকর্ডটিও ছিল যুক্তরাষ্ট্রের। গত ৩ জানুয়ারি ১০ লাখ ৩ হাজার মানুষের কোভিড শনাক্ত হয়েছিল।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রতি সোমবার যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা বেশি থাকছে।
কারণ, শনি ও রবিবার ছুটির দিনে অনেক রাজ্য থেকে নমুনা পরীক্ষার তথ্য আসতে দেরি হয়।
ওমিক্রনের দাপটে রীতিমতো সংক্রমণ সুনামি চলছে যুক্তরাষ্ট্রে। সাত দিনে দেশটিতে গড়ে ৭ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে।
এদিকে সোমবার দেশটির হাসপাতালগুলোতে ১ লাখ ৩৫ হাজারের বেশি কোভিড রোগী ভর্তি ছিল, যা এ যাবৎকালের সর্বোচ্চ। এর আগে গত বছর জানুয়ারিতে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৩২ হাজার ছাড়িয়েছিল।
ওমিক্রনের বিস্তার শুরুর পর গত তিন সপ্তাহে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে তিনগুণ হয়েছে।
রোগী বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুও বাড়ছে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে। এখন প্রতিদিন গড়ে ১৭শ’ মানুষের মৃত্যু হচ্ছে, যা গত কয়েক সপ্তাহে ১৪শ’র নিচে ছিল।
গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন পুরো বিশ্বেই প্রাধান্য বিস্তার করছে। ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে অনেক বেশি দ্রুত ছড়ায় ওমিক্রন।