স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ১১ জানুয়ারি।। ত্রিপুরা রাজ্যের কয়েকটি প্রাচীন শহরের মধ্যে একটি হল সোনামুড়া । কিন্তু বিগত দিনে সোনামুড়ার সুদূর প্রসারী উন্নয়ন নিয়ে সেরকম কোনও পরিকল্পনা গ্রহণ করা হয়নি। এর ফলে নগর সভ্যতার ক্রম বিকাশের দৌড়ে পিছিয়ে যায় সোনামুড়া। নগর এলাকার মানুষের কোন দাবী পূরণ হয়নি। সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্য রাখলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী প্রতিমা ভৌমিক।
তিনি বলেন, ছোট বেলা থেকেই আমি এই বাজারের দুর্দশাগ্রস্ত চেহারা দেখে আসছি। আমার প্রাণের সঙ্গে সম্পর্ক প্রাচীন এই শহরের। আমার দীর্ঘ দিনের স্বপ্ন সোনামুড়া নগর এলাকার সুধী সজ্জনদের সঙ্গে আলোচনা ক্রমে এই শহরটাকে সাজিয়ে তুলব। সম্প্রতি নগর ও পুর নির্বাচনের প্রচারে আমি সোনামুড়ায় গেলে সেখানে ব্যবসায়ী ভাইদেরও মুখ্য দাবী ছিল সোনামুড়া নগরের উন্নয়ন। নির্বাচনে প্রথম বারের মতো সোনামুড়া নগর পঞ্চায়েতের ক্ষমতা হাতে পায় বিজেপি। এখন আর উন্নয়নে বাধা নেই।
তিনি আরও বলেন, আজ আরবান ডেভেলপমেন্ট এর ডাইরেক্টর, মহকুমা শাসক ও অন্যান্য আধিকারিকদের নিয়ে সোনামুড়া শহরের বিভিন্ন এলাকা আমরা ঘুরে দেখি। সোনামুড়া খেয়াঘাট এলাকার ঝুলন্ত সেতুটির অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ছাত্র ছাত্রীদের জায়গা হচ্ছে না সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুলে, সোনামুড়া ঐতিহ্যবাহী নব দ্বীপ চন্দ্র (NCI) ইন্সটিটিউশনটির জন্য নতুন জায়গা ক্রয় করে রাখা হলেও সে জায়গাটি দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত করে রাখা হয়েছে, পুকুরগুলোর সংস্কার প্রয়োজন, কিছু রাস্তার সংস্কারের কাজ চলছে, কিছু এখনো বাকি রয়েছে।
তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি সোনামুড়ায় ঝুলন্ত সেতুর পাশে ৯৪ মিটার দীর্ঘ একটি বেইলী ব্রিজ হবে, এতে নদীর দুই পাড়ের মানুষের মধ্যে যোগাযোগে উন্নয়ন হবে, রাস্তাঘাটের সংস্কার করা হবে, সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুলের সীমানা সম্প্রসারিত করে নতুন দালান বাড়ীর নির্মান কাজ এর মধ্যেই শুরু হবে, নব দ্বীপ চন্দ্র (NCI) ইন্সটিটিউশনটির স্থানান্তরের কাজও শুরু হবে, থানা পুকুর, টাউন মসজিদ পুকুরের সংস্কার করে বিউটিফিকেশন করা হবে।
বেশ কিছু এলাকায় নতুন করে বেকারদের জন্য মার্কেট স্টল তৈরি করা হবে। সব মিলিয়ে আপনাদের আশীর্বাদ এবং সহযোগিতায় সোনামুড়ার হারানো ঐতিহ্যকে ফেরানোর চেষ্টা করবো ।