স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ জানুয়ারি।। রাজ্যে কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতি এবং ছাত্রছাত্রীদের স্বাস্থ্য এবং শিক্ষাগত বিষয়ে বিবেচনা করে উচ্চশিক্ষা দপ্তর কিছু পদক্ষেপ নিয়েছে যা ১১ জানুয়ারি ২০২২ থেকে ১৫ জানুয়ারি ২০২২ পর্যন্ত কার্যকরী থাকবে। উচ্চশিক্ষা দপ্তর থেকে এক প্রেস রিলিজে জানানো হয়েছে, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যথারীতি চলবে।
বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলি কোভিড-১৯ সতর্কিত পদ্ধতি যেমন সেনিটাইজেশন, সকল ছাত্রছাত্রীদের মাস্ক পড়া এবং ন্যূনতম সামাজিক দূরত্ব বজায় রাখা এগুলি নিশ্চিত করবে। বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্রছাত্রীদের বিকল্পদিনে ন্যূনতম ৫০ শতাংশ ছাত্রছাত্রী নিয়ে ক্লাস চালিয়ে যাবে।
কলেজ এবং বিশ্ববিদ্যলয়ের কর্তৃপক্ষ একইদিনে দুটি গ্রুপ করে দুটি শিফটেও ক্লাস চালাতে পারে। ছাত্রছাত্রীদের পড়াশোনা বিঘ্ন যাতে না হয় তারজন্য অনলাইন ক্লাস বা উভয় পদ্ধতিতে ক্লাস চালানো যেতে পারে। কলেজের হোস্টেলগুলি আজ হতে বন্ধ থাকবে।
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, এমবিবি বিশ্ববিদ্যালয় ও ইকফাই বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রাইভেট কলেজের কর্তৃপক্ষদের উপরোক্ত গাইডলাইন অনুসরণ করে ক্লাস চালিয়ে যেতে অনুরোধ করা হয়েছে। শিক্ষক ও শিক্ষা কর্মীবৃন্দ যথারীতি কলেজ ও ইনস্টিটিউটে যাবেন।
এই নির্দেশিকা ৯ জানুয়ারি, ২০২২ তারিখে চিফ সেক্রেটারি এবং চেয়ারম্যান রাজ্য এক্সিকিউটিভ কমিটি, ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির আদেশ মূলে জারি হয়েছে। উপরোক্ত গাইডলাইন টি পুনরায় ১৫ জানুয়ারি রিভিউ করা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।